এগরা: বড়সড় জমি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েক। শুক্রবার রাতে কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে জেলা পুলিশ। ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি অবৈধভাবে হস্তান্তরের অভিযোগে বিদ্ধ এই বর্ষীয়ান নেতা।
মূল অভিযোগ কী?
পুলিশ সূত্রের খবর, এগরা পুরসভা এলাকার ১ নম্বর খতিয়ানের মূল্যবান সরকারি জমি বেআইনিভাবে নির্দিষ্ট কিছু ব্যক্তির হাতে হস্তান্তরের অভিযোগ উঠেছে স্বপনবাবুর বিরুদ্ধে। গত ২০ ডিসেম্বর এগরার ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয়, নামমাত্র মূল্যে সরকারি জমি হস্তান্তর করার ফলে সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। জেলা পুলিশ সুপার মিতুনকুমার দে জানান, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।”
দলের সঙ্গে সংঘাত ও রাজনৈতিক প্রেক্ষাপট: egra municipality chairman arrested
তৃণমূল কংগ্রেসের টিকিটে চেয়ারম্যান হলেও বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে স্বপনবাবুর দূরত্ব তৈরি হয়েছিল। তৃণমূল নেতৃত্ব তাঁকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেও তিনি পদ ছাড়েননি। উল্টে তাঁর বিরুদ্ধে ৬ জন তৃণমূল কাউন্সিলর অনাস্থা আনেন। অভিযোগ ওঠে, নিজের চেয়ার বাঁচাতে তিনি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। আস্থা ভোটের দিন রাতে বহিরাগতদের নিয়ে পুরসভায় প্রবেশের অভিযোগে ভোটাভুটি স্থগিত হয়ে যায়।
শনিবার ধৃত পুরপ্রধানকে কাঁথি মহকুমা আদালতে হাজির করানো হবে। তাঁকে নিজেদের হেফাজতে নিতে চাইবে পুলিশ। রাজনৈতিক ডামাডোলের মাঝেই এই গ্রেফতারি এগরার রাজনীতিতে নতুন মোড় নিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
