HomeWest BengalEgra Blast: বিস্ফোরণের পর 'ছিটকে এসেছে পরপর লাশ' জানাচ্ছেন গ্রামবাসীরা, সিআইডি তদন্ত

Egra Blast: বিস্ফোরণের পর ‘ছিটকে এসেছে পরপর লাশ’ জানাচ্ছেন গ্রামবাসীরা, সিআইডি তদন্ত

অভিযোগ, পঞ্চায়েত ভোট লুঠের জন্য বোম তৈরির কাজ চলছিল। খাদিকুল গ্রামে মৃত্যু কত?

- Advertisement -

এগরায় (Egra Blast) ভয়াবহ বিস্ফোরণ। কত মৃত্যু? তাও স্পষ্ট নয়। তবে পূর্ব মেদিনীপুরের (purba medinipur) এগরার খাদিকুল গ্রামে যে বিস্ফোরণ ঘটেছে তাতে বেঁচে যাওয়া গ্রামবাসীরা বলছেন ছিটকে এসেছে একের পর এক দেহ।

ভয়াবহ। চারদিকে দেহ। কারোর দেহ রাস্তায়, কারোর দেহ পুকুরে পড়ে আছে! প্রবল বিস্ফোরণে মৃত্যুর মিছিল চলছে (Purba Medinipur) পূর্ব মেদিনীপুরের এগরায়।

   

স্থানীয় খাদিকুল গ্রামে বিস্ফোরণের পিছনে বাজি তৈরি নাকি বোমা বাঁধার কাজ চলছিল তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিরোধী দল বিজেপির দাবি এনআই তদন্ত হোক। সিপিআইএমের অভিযোগ, পঞ্চায়েত ভোটের চেহারা কেমন হতে পারে তা দেখাল এগারার খাদিকুল গ্রাম।

অভিযোগ, খাদিকুলের এক তৃ়ণমূল নেতার ঘরে বিস্ফোরণ হয়েছে। পুলিশের দাবি এটি বাজি তৈরির বেআইনি কারখানা।তবে বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, বাজি নয় পঞ্চায়েত ভোট লু়ঠের জন্য বোমা তৈরির কাজ চলছিল।

খাদিকুল গ্রামের  রাস্তা-পুকুরে পোড়া দেহ পড়ে আছে। প্রবল বিস্ফোরণে মৃত্যু মিছিল চলেছে। পরিস্থিতি ভয়ানক বলছেন বেঁচে যাওয়া কয়েকজন। গ্রাম জুড়ে পড়ে আছে দেহ। ঘটনাস্থলে এগরা থানার পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাস্থল থেকে দেহগুলি অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সেই উদ্ধারের কাজ চলছে। বহু আশঙ্কাজনক অবস্থায় অনেকে এগরা সুপার হাসপাতালে চিকিৎসাধীন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular