Egra Blast: নেই ‘চোর চোর’ স্লোগান, বাম নেতাদের ‘আসল কথা’ বললেন খাদিকুলবাসী

মানস ভুঁইয়া, দোলা সেন সহ তৃ়ণমূল কংগ্রেস প্রতিনিধিদের দেখে চোর চোর করে চিৎকার করেছিলেন এগরার খাদিকুল গ্রামের বাসিন্দারা। ক্ষোভের মুখে সরে আসতে হয় তৃণমূল (TMC)…

মানস ভুঁইয়া, দোলা সেন সহ তৃ়ণমূল কংগ্রেস প্রতিনিধিদের দেখে চোর চোর করে চিৎকার করেছিলেন এগরার খাদিকুল গ্রামের বাসিন্দারা। ক্ষোভের মুখে সরে আসতে হয় তৃণমূল (TMC) প্রতিনিধিদের। ভয়াবহ (Egra Blast) এগরা বিস্ফোরণের পর রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। মু়খ্যমন্ত্রী বলেছেন, বিজেপির দখলে স্থানীয় পঞ্চায়েত। আর বিজেপির দাবি, তৃণমূলের মদতে সাহারা গ্রামপঞ্চায়েতের খাদিকুল গ্রামে বোমা তৈরির কাজ চলছিল। গ্রামবাসীরা বলছেন ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল বোমা তৈরির কারখানায়।

শুক্রবার বিস্ফোরণস্থলে যান পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইএমের (CPIM) প্রতিনিধিরা। তাদের সাথে কথা বলেন খাদিকুল গ্রামের বাসিন্দারা। বাম প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু। জেলার সিপিআইএম নেতা নিরঞ্জন সিহি, ইব্রাহিম আলি, পরিতোষ পট্টনায়েক, ভরত মাইতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

   

বাম প্রতিনিধিরা জানিয়েছেন, ভীত গ্রামবাসীরা সরাসরি বিস্ফোরণ নিয়ে কথা বলেছেন। তাদের মধ্যে কেউ কেউ জানান বিস্ফোরণের পিছনে কারা জড়িত। তারা আসল কথা জানিয়েছেন। তদন্ত নিয়েও ক্ষোভ আছে খাদিকুলবাসীদের।

Advertisements

বিস্ফোরণ হয়েছিল খাদিকুলের বাসিন্দা ও বেআইনি বাজি ব্যবসায়ী মালিক ভানু বাগের কারখানায়। অভিযোগ, বাজি নয় বোমা তৈরি করাচ্ছিল ভানু। বিস্ফোরণের সেই ওড়িশায় পালিয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ জানাচ্ছে, কটকে একটি হাসপাতালে চিকিৎসাধীন ভানুর মৃত্যু হয়েছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News