কলকাতা থেকে কয়লা পাচারের (Coal smuggling) কালো টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। এতে জড়িত অত্যন্ত প্রভাবশালী এক মন্ত্রী। ইডির দাবির পর প্রশ্ন উঠছে তিনি কে? একের পর এক নাম ভাসছে রাজনৈতিক মহলে।
ইতিমধ্যে বালিগঞ্জ থেকে প্রায় ৯ কোটি টাকা অন্যত্র পাচারের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল বলে ইডি জানায়। তবে গজরাজ লিমিডেটের অফিসে যে কোটি টাকা মিলেছে তার সূত্র ধরে তদন্ত চলছে।
৩টি গাড়িতে ৯ কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বালিগঞ্জের অফিসে। এমনই দাবি ইডির। কয়লা পাচারের তদম্ত নিয়েছে চাঞ্চল্যকর মোড়। তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
ED has conducted search on 08.02.23 at the office of Vikram Sakaria of Gajraj Group, Kolkata resulting in seizure of Rs. 1.4 Crore cash and also incriminating media.
— ED (@dir_ed) February 9, 2023
বিরোধী দলনেতার টুইটে আরও চাঞ্চল্য। তিনি লিখেছেন, ‘সব খেয়েছে হাওয়াই চটি’। কে খেয়েছে তার নাম ইঙ্গিতে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইডির বিজ্ঞপ্তিতে মন্ত্রী জড়িত বলার পরই শুভেন্দুর টুইটে তীব্র জল্পনা ছড়ায়।