HomeTop StoriesED Raid: জ্যোতিপ্রিয়র গুপ্তধন খোঁজে ইডির সাঁড়াশি তল্লাশি

ED Raid: জ্যোতিপ্রিয়র গুপ্তধন খোঁজে ইডির সাঁড়াশি তল্লাশি

- Advertisement -

রেশন দুর্নীতির তদন্তে  একসাখে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ফের অভিযানে (ED) ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত দুই তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি তল্লাশি।

সাতসকালে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। শেখ শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালি ১-এর ব্লক সভাপতি।

   

শেখ শাহজাহানের বাড়ির সামনে তার অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কেন না জানিয়ে ইডির হানা? প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। অভিযোগ, ইডি আধিকারিকদের ওপর চড়াও হয় তৃণমূল নেতার অনুগামীরা। ইডির আধিকারিকদের মারধর শুরু করতে শুরু করে তৃণমূল নেতার অনুগামীরা। ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদমাধ্যমও, ভাঙা হয় ক্যামেরা, গাড়ি।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়িতে হানা দিলেন তদন্তকারী আধিকারিকরা। সকাল সকাল বনগাঁর শিমূলতলায় তৃণমূল নেতার শ্বশুর বিনয়কুমার ঘোষের বাড়িতে পৌঁছে যায় ইডি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular