কলকাতা-সহ রাজ্যের একাধিক ঠিকানায় অভিযান ইডি-র, কোন মামলায় তল্লাশি?

কলকাতা: বালি পাচার ও অবৈধ খনন সংক্রান্ত মামলায় কলকাতা এবং রাজ্যের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থা ইডি। সোমবার ভোর থেকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে শেখ…

ED raids illegal sand mining

কলকাতা: বালি পাচার ও অবৈধ খনন সংক্রান্ত মামলায় কলকাতা এবং রাজ্যের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থা ইডি। সোমবার ভোর থেকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে শেখ জহিরুল শেখের বাড়িতেও তল্লাশি শুরু হয়েছে। ইডি সূত্রে খবর, রবিবার মধ্যরাতেই রাজ্যের বিভিন্ন স্থানে রওনা দেন তদন্তকারীরা, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

একধিক ঠিকানায় হানা

সোমবার ভোরে প্রায় একই সময়ে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং কলকাতার বিভিন্ন ঠিকানায় অভিযান শুরু হয়। কলকাতায় বেহালার একটি ঠিকানায় তল্লাশি চলছে, রিজেন্ট কলোনির একটি স্থানে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও সল্টলেক এবং টালিগঞ্জের কয়েকটি জায়গাতেও তল্লাশি অভিযান অব্যাহত।

   

ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জহিরুল আলির বাড়িতেও অভিযান চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরুল বালির কারবারের সঙ্গে যুক্ত। তাঁর এলাকা জুড়ে বালি খাদান রয়েছে। কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। জানা গেছে, আগে তিনি ভিলেজ পুলিশ হিসেবে কর্মরত ছিলেন, পরে সেই চাকরি ছেড়ে বালির ব্যবসা শুরু করেন।

Advertisements

গাড়িতেও তল্লাশি

জহিরুলের বাড়ির পাশাপাশি তাঁর গাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারীরা বিভিন্ন নথি খতিয়ে দেখছেন। সুবর্ণরেখা নদীর পাড়ে তিন তলা বাড়িতে চলছে অভিযান। ঝাড়গ্রাম জেলায় মোট ছয়টি স্থানে তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে।