ED: ম্যারাথন জেরায় ‘বলছেন’ খাদ্যমন্ত্রী, আচমকা বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ভোর থেকে একটানা ম্যারাথন তল্লাশি চলছে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে। প্রায় ১২ ঘণ্টা পার! এখনও চলছে ইডি তল্লাশি। তবে…

ED: ম্যারাথন জেরায় 'বলছেন' খাদ্যমন্ত্রী, আচমকা বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ভোর থেকে একটানা ম্যারাথন তল্লাশি চলছে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে। প্রায় ১২ ঘণ্টা পার! এখনও চলছে ইডি তল্লাশি। তবে সন্ধ্যে গড়াতে দেখা গেল আচমকাই মন্ত্রীর বাড়ির বাইরের নিরাপত্তা আঁটসাঁটো করা হয়েছে। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। মধ্যমগ্রাম সরগরম। খাদ্যমন্ত্রীর মাইকেল নগরের বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভিতরে ইডি অফিসাররা। প্রায় ১২ ঘন্টা হতে চলল বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মন্ত্রী রথীন ঘোষের বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন দুই ED আধিকারিক। তারা জানান, মন্ত্রী তদন্তে সহযোগিতা করছে। এখনও তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়া চলাকালীন তারা আর কিছু বলতে পারবেন না। এদিন সকালে ED আধিকারিকদের একটি দল পাঁচটি গাড়িতে করে পৌঁছান রথীন ঘোষের মাইকেল নগরের বাড়িতে। ভোর ছটা থেকে এখনও চলছে তল্লাশি অভিযান।

ED: ম্যারাথন জেরায় 'বলছেন' খাদ্যমন্ত্রী, আচমকা বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা

Advertisements

মধ্যমগ্রাম পৌরসভার তিনবারের চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। তিনিই পরে হন বিধায়ক ও মন্ত্রী। এর পর ওঠে পুর নিয়োগ দুর্নীতির ইস্যু। অভিযোগ এতে জড়িত রথীন ঘোষ। ২০১৪ সালের পর থেকে যে নিয়োগ হয়েছিল তা অয়ন শীলের কোম্পানি দ্বারা নিয়োগ হয়। মূলত অয়ন শীলের সংস্থা থেকে কোনো রেফারেন্সের মাধ্যমে নিয়োগ হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে মন্ত্রীর ব্যাঙ্কের নথিও।

পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে চলছে তল্লাশি অভিযান। জানা যাচ্ছে, মন্ত্রীর বাড়ি সহ ১৩ জায়গায় চলছে তল্লাশি। পুর নিয়োগ তদন্তে গ্রেফতার হওয়া অয়ন শীলের বয়ানে প্রথম নাম উঠে আসে মন্ত্রীর বলে দাবি ইডির।