সোমের সকালেই ফের সক্রিয় ইডি, চাকদায় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

Central Agency to Take Legal Action After Alleged Snatching of Files at I-PAC
Central Agency to Take Legal Action After Alleged Snatching of Files at I-PAC

নদীয়া, ৩ নভেম্বর: সোমবার সকালেই নদিয়ায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED Raid) (ইডি)। সকাল সাতটার সময়ই জেলা সদর এলাকায় ইডি-অফিসাররা অভিযান চালান। নদিয়ার চাকদার বনগাঁ রোডে অবস্থিত ব্যবসায়ী বিপ্লব সরকারের বাড়ি হানা দেয় ইডি।

জানা গিয়েছে, বিপ্লব সরকারের বিরুদ্ধে জাল পাসপোর্ট তৈরির একটি চক্রে যোগসাজশ করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য এদিন তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছে।

   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইডি কর্মকর্তারা বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বিভিন্ন নথিপত্র ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বাজেয়াপ্ত করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযানের সময় বিপ্লব সরকারের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান। হঠাৎবিস্ময়ে এলাকার মানুষও ঘরের বাইরে বেরিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ, “সকাল সাতটায় এমন অভিযান দেখে আমরা ভয়ে ভয়ে তাকিয়ে থাকি। মনে হচ্ছে যেন পুরো এলাকা অবরুদ্ধ।”

ইডি সূত্রে জানা গিয়েছে, অভিযানটি মূলত জাল পাসপোর্ট তৈরির একটি আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব সরকার ও তাঁর পারিবারিক নথিপত্র তল্লাশি করা হয়েছে। সূত্রের দাবি, এই তল্লাশিতে বিভিন্ন ব্যাংক নথি, কম্পিউটার ফাইল ও অন্যান্য প্রমাণাদি উদ্ধার করা হয়েছে। এসব তথ্য পাসপোর্ট জালিয়াতির চক্রের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রতিবেশীরা বলেন, “বিপ্লব সরকার এই এলাকায় পরিচিত মুখ। কিন্তু এমন বড় ধরনের অভিযোগ শুনে আমরা সবাই স্তম্ভিত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন