Kalighat Kaku: অভিষেক ঘনিষ্ঠ কালীঘাটের কাকুর কোটি-কোটি লেনদেন, অফিসে ইডি নজর

নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেকের বিশেষ ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ (Kalighat Kaku) গ্রেফতার। এবার কি তৃ়ণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসে ইডি ঢুকবে? উঠছে এই প্রশ্ন। ধৃত সুজয়কৃষ্ণ…

Kalighat Kaku Abhishek Banerjee

short-samachar

নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেকের বিশেষ ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ (Kalighat Kaku) গ্রেফতার। এবার কি তৃ়ণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসে ইডি ঢুকবে? উঠছে এই প্রশ্ন। ধৃত সুজয়কৃষ্ণ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী।

   

কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেনের বিষয়ে সদুত্তর দিতে না চাওয়ায় অবশেষে ইডি গ্রেফতার করেছে কালীঘাটের কাকু বলে নিয়োগ দুর্নীতির মামলায় অন্যতম চর্চিত সুজয়কৃষ্ণ ভদ্রকে।

নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত গোপাল দলপতির দাবি চাকরি বিক্রির টাকা কুন্তল ঘোষের মাধ্যমে কালীঘাটের কাকুর কাছে পাঠানো হতো। সেই সূত্রে উঠে আসে সুজয়কৃষ্ণ ভদ্র হলেন কালীঘাটের কাকু।

নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই জেরা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জেরারর ফল শূন্য বলেই অভিষেক দাবি করেন। সেই দিনই প্রায় ১৫ ঘণ্টা তল্লাশি চালানো হয়েছিল সুজয়কৃষ্ণের বাড়ি ও অফিসে। এবার জেরা শেষে ইডি গ্রেফতার করেছে সুজয়কৃষ্ণকে