সন্দেশখালির পর বনগাঁয় আক্রান্ত ইডি। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর গ্রেফতারির পরই রণক্ষেত্র (Attack on ED) হয়ে ওঠে এলাকা। ‘মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে’ অভিযোগে উত্তেজনা ছড়ায়।
শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে রেশন দূর্নীতির তদন্তে গিয়ে মারধরে রক্তাক্ত হন ইডি অফিসার ও রক্ষীরা। সেকথা মাথায় রেখে এই জেলারই বনগাঁয় অনেকটা সুরক্ষা বলয় নিয়ে গেছিল ইডি।
বনগাঁর প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা শংকর আঢ্যর বাড়ি, শ্বশুরবাড়িতে তল্লাশি চলে। কমপক্ষে ৮ লক্ষ কালো টাকা মিলেছে বলে ইডি সূত্রে খবর। তৃণমূল সমর্থকরা ইডি অফিসারদের ঘিরতে শুরু করে। শুরু হয় সন্দেশখালি স্টাইলে ঘেরাও হামলা। তবে হামলা কাটিয়ে শনিবার ভোরে তৃণমূল নেতা শংকর আঢ্যকে গ্রেফতার করেছে ইডি।
শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলাপরিষদ মৎস্য কর্মাধক্ষ্য শেখ শাহজাহানের বাড়ি সন্দেশখালি ও বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্যর বাড়ি তল্লাশির সময় পরপর হামলার মুখে পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। দুজনেই রেশন দুর্নীতির তদন্তে আগেই ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ।