মনোনয়ন প্রত্যাহারের কারণ জানাতে হবে প্রার্থীদের: কমিশন

State Election Commission, report, confusion, Domjur-Kharagram, constituency, developments, actions

সোমবার নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার পরও কেউ যদি তা প্রত্যাহার করে নিতে চান তাহলে তার জন্য উপযুক্ত কারণ দেখাতে হবে। এই নির্দেশনামা চিঠি আকারে কমিশন থেকে জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে যে প্রত্যেক প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের কারণ দেখাতে হবে। অভিযোগ আসছে যে পঞ্চায়েত ভোটের আগে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হচ্ছে। এই কারণেই কারণ দেখানোর নির্দেশ জারি করল কমিশন। ৯ জুন থেকে শুরু হয়েছে মনোনয়ন জমে পর্ব এবং চলবে ১৫ জুন পর্যন্ত। পঞ্চায়েত ভোট ৮ জুলাই এবং গণনা ১১ জুলাই। ৮ জুলাই এক দফাতেই হবে ভোট বলে সাংবাদিক বৈঠক করে জানান মুখ্য নির্বাচন অফিসার রাজীব সিনহা।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন