৫৬৩২টি বার্থ সহ পুজো স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল, খুশি যাত্রীরা

রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। আপনিও দুর্গাপুজোর সময়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না? তাহলে আপনার জন্য দারুণ সুখবর রয়েছে…

রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। আপনিও দুর্গাপুজোর সময়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না? তাহলে আপনার জন্য দারুণ সুখবর রয়েছে পূর্ব রেলের কাছে। এবার দুর্গাপুজো স্পেশাল ট্রেন (Puja Special Trains) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

কেউ যদি মুম্বাই থেকে আসানসোল এবং কেউ যদি আসানসোল থেকে মুম্বাই যেতে চান তাঁদের জন্য হাতে চাঁদ পাওয়ার সমান খবর রয়েছে। পূর্ব রেলের তরফে ইতিমধ্যে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি দেখে খুশি হয়ে গিয়েছেন সকলে। আগামী ২১ অক্টোবর থেকে ১১ নভেম্বর, ২০২৪ সাল অবধি প্রতি সোমবার মুম্বাই সিএসএমটি থেকে আসানসোল অবধি বিশেষ ট্রেন চালানো হবে।

   

জানা গিয়েছে, ট্রেন নম্বর ০১১৪৫ মুম্বাই সিএসএমটি থেকে প্রতি সোমবার সকাল ১১:০৫টার সময় আসানসোলের উদ্দেশ্যে রওনা দেবে। এই ট্রেনই পরের দিন রাত ২৩:০০ নাগাদ আসানসোলে ঢুকবে। মোট ৪টি ট্রিপ মারবে ট্রেনটি। অন্যদিকে আসানসোল থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে প্রতি বুধবার ট্রেন ছাড়বে। এই ট্রেনটি ২৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর চালানো হবে। ট্রেন নম্বর ০১১৪৬ আসানসোল থেকে প্রতি বুধবার রাত ২১:০০ মিনিট নাগাদ ছাড়বে। এরপর সেটি বুধবার সকাল ৮:১৫ মিনিটে মুম্বাই স্টেশনে পৌঁছাবে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেনগুলিতে মোট ৫৬৩২টি বার্থ থাকবে। এই ট্রেনগুলি যাত্রাপথে দাদার, কল্যাণ জংশন, নাসিক রোড, ভুসবল জংশন, ইতারসি জংশন, জবলপুর, সাতনা, প্রয়াগরাজ ছেওকি, পন্ডিত দিনদয়াল উপাধ্যায় জংশন, সাসারাম, দেহরি অন সন, গয়া জংশন, কোডারমা, গমো জংশন, ধানবাদ জংশন এবং কুলটির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে। এই ট্রেনগুলিতে স্লিপার এবং এসি কোচ থাকবে।