HomeBharatফের বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী

ফের বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী

- Advertisement -

রেল যাত্রীদের জন্য রইল আরো বড় সুখবর। আর রেল যাত্রীদের জন্য এই সুখবর শুনিয়েছে পূর্ব রেল (Eastern Railways)। আসলে আরো একটি বিশেষ ট্রেন দেওয়ার ঘোষণা করা হলো রেলের তরফে। হ্যাঁ ঠিকই শুনেছেন আর রিয়েলের সিদ্ধান্তে উপকৃত হবেন হাজার হাজার যাত্রীরা।

 আসলে শ্রাবণী মেলা চলছে। আর এই শ্রাবণী মেলা উপলক্ষে ইতিমধ্যে রেলের তরফে বেশ কিছু বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। এবারও তার ব্যতিক্রম হলো না। আজ শনিবার দুপুর বেলা সামাজিক মাধ্যমে একটি বিশেষ পোস্ট করা হয় পূর্ব রেলের তরফে। আর এই পোস্ট দেখে বেজায় খুশি যাত্রীরা। শ্রাবণী মেলা উপলক্ষে এবার আসানসোল থেকে একটি বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। এটি চলবে বিহারের দানাপুর অবধি।

   

এদিকও দানাপুর থেকেও একটি ট্রেন ছাড়বে আসানসোল স্টেশনের উদ্দেশ্যে বলে খবর। সেইসঙ্গে অতিরিক্ত ৪৬০০টি বার্থ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। বিশেষ ট্রেন নিয়ে পূর্ব রেল জানাচ্ছে, ট্রেনটি চলবে ২৯ জুলাই থেকে ১৯ আগস্ট অবধি। মোট ৪টি ট্রিপ মারবে ট্রেনটি। প্রথম ট্রেনটি আগামী সোমবার আসানসোল থেকে ছাড়বে। আসানসোল থেকে ট্রেন নম্বর ০৩৫৫৩ সন্ধে ৭:৪৫ নাগাদ ছাড়বে। এরপর এটি বিহারের দানাপুর স্টেশনে পৌঁছাবে রাত ২:১৫ নাগাদ। 

এরপর এটি ফিরতি পথে দানাপুর থেকে ট্রেন নম্বর ০৩৫৫৪ হয়ে ৩:১৫ মিনিট ছেড়ে এটি আসানসোলে পৌঁছাবে ৯:৪৫ মিনিট নাগাদ। যাত্রাপথে ট্রেনটি চিত্তরঞ্জন, মধুপুর, জসিডিহ, ঝাঁঝা, জাময়ই, কিউল, লক্কীসরাই জংশন, মানকাথা, বাড়হিয়া, হাতিদাহ জংশন, মোকামা, বার, বখতিয়ারপুর জংশন, খুসরোপুর, ফাতুয়াহ জংশন, পাটনা সাহিব, রাজেন্দ্রনগর টার্মিনাল ও পাটনা স্টেশন। 

এই ট্রেনে যাত্রীদের সুবিধার্থে স্লিপার ক্লাস ও জেনারেল ক্লাস দেওয়া হয়েছে। 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular