কলকাতা: নতুন বছরের শুরুতেই রেলযাত্রীদের জন্য বড় পরিবর্তনের ঘোষণা করল পূর্ব রেলওয়ে (Eastern Railway timetable)। ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে পূর্ব রেলের নতুন টাইম টেবিল, যার মাধ্যমে ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা আরও মজবুত করা এবং যাত্রী পরিষেবাকে আধুনিক ও কার্যকর করে তোলাই মূল লক্ষ্য। রেল কর্তৃপক্ষের দাবি, এই নতুন সময়সূচি চালু হলে যাত্রা সময় কমবে এবং দীর্ঘমেয়াদে আরও বেশি সংখ্যক ট্রেন চালানোর সুযোগ তৈরি হবে।
পূর্ব রেল সূত্রে জানা গেছে, সারা বছর ধরে চলা ট্র্যাক সংস্কার, সিগন্যাল ব্যবস্থার আধুনিকীকরণ এবং স্টেশন পরিকাঠামোর উন্নয়নের ফল হিসেবেই এই নতুন টাইম টেবিল তৈরি করা হয়েছে। উন্নত রেলপথ ও প্রযুক্তিগত সহায়তার কারণে বহু রুটে ট্রেনের গতি বৃদ্ধি পাবে, যার ফলে যাত্রীরা আগের তুলনায় কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
নতুন টাইম টেবিলে মেল ও এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি লোকাল, ইএমইউ, মেমু, ডেমু ও প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। কিছু ট্রেনের চলাচলের দিন সংখ্যা বদলানো হয়েছে, আবার যাত্রী চাহিদার কথা মাথায় রেখে একাধিক লোকাল ট্রেনের রুট সম্প্রসারণ করা হয়েছে।
এই পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল হাওড়া ডিভিশনে ইএমইউ লোকাল ট্রেন পরিষেবার সম্প্রসারণ। হাওড়া–আরামবাগ–হাওড়া রুটের ছয় জোড়া ইএমইউ লোকাল ট্রেন গোঘাট পর্যন্ত বাড়ানো হয়েছে, ফলে হুগলি জেলার বিস্তীর্ণ এলাকার যাত্রীরা সরাসরি রেল যোগাযোগের সুবিধা পাবেন। একইভাবে হাওড়া–তারকেশ্বর এবং তারকেশ্বর–আরামবাগ রুটের একাধিক ইএমইউ লোকাল ট্রেনও গোঘাট পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।
শিয়ালদহ বিভাগেও নতুন টাইম টেবিল অনুযায়ী একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হচ্ছে। শিয়ালদহ–রানাঘাট ইএমইউ লোকাল ট্রেন শান্তিপুর পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় নদিয়া জেলার যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি বি.বা.দি. বাগ–ব্যারাকপুর এবং ব্যারাকপুর–শিয়ালদহ ইএমইউ লোকাল ট্রেন কল্যাণী পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় শহরতলির যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।
দূরপাল্লার যাত্রীদের কথা মাথায় রেখে বর্ধমান–তিন পাহাড় মেমু ট্রেন দু’টি সাহিবগঞ্জ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে যাতায়াত আরও মসৃণ হবে বলে মনে করছে রেল প্রশাসন।
নতুন টাইম টেবিলে ট্রেন চলাচলের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। হাসনাবাদ–বারাসত–হাসনাবাদ ইএমইউ লোকাল ট্রেন এবার থেকে সপ্তাহের প্রতিদিন চলবে, যা নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তি। অন্যদিকে শিয়ালদহ–ব্যারাকপুর এবং ব্যারাকপুর–বি.বা.দি. বাগ রুটের কিছু ইএমইউ লোকাল ট্রেন প্রতিদিনের বদলে সপ্তাহে ছয় দিন চলবে।
পূর্ব রেলের অধীনে ৪৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন এবং ২০৩টি লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রেল আধিকারিকদের স্পষ্ট বক্তব্য, সময় মেনে ট্রেন চালানোই তাঁদের প্রধান অগ্রাধিকার। নতুন টাইম টেবিল কার্যকর হলে যাত্রীরা আরও দ্রুত, নিরাপদ ও পরিকল্পিত রেলযাত্রার অভিজ্ঞতা পাবেন বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।
