পুজোয় কলকাতা-পুরী স্পেশ্যাল ট্রেন রেলের

পুরীতে ঘুরতে যেতে ভালোবাসেন না, এরকম বাঙালি খুব কমই আছেন। সময়-সুযোগ পেলেই পুরীর সৈকতে যেতে উদগ্রীব হয়ে ওঠে আপামর বাঙালি। আর সেইকথা ভেবেই এবার পুজোয়…

পুরীতে ঘুরতে যেতে ভালোবাসেন না, এরকম বাঙালি খুব কমই আছেন। সময়-সুযোগ পেলেই পুরীর সৈকতে যেতে উদগ্রীব হয়ে ওঠে আপামর বাঙালি। আর সেইকথা ভেবেই এবার পুজোয় কলকাতা থেকে পুরী (Puri) যাওয়ার বিশেষ ট্রেন দিল পূর্ব রেল (Eastern Railway)।

আরজি কর ধর্ষণকাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের ফাঁসির দাবিতে বিক্ষোভ বাংলা পক্ষের

মহালয়ার পরদিন অর্থাৎ ৩ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার এই স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করেছে রেল0। রাত ১১:৫০ মিনিটে কলকাতা স্টেশন থেকে পুরীর উদ্দেশে রওনা দেবে এই ট্রেন। আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক স্টেশনে দাঁড়াবে। ট্রেনগুলির ফেরার রুটও তাই। শুক্রবার দুপুর তিনটেয় পুরী জংশন থেকে ওই ট্রেন ছাড়বে। কলকাতা স্টেশনে এসে পৌঁছবে পরের দিন।

ফের সিজিওতে জেরা, সিবিআইয়ের ডাকে আটবার হাজিরা সন্দীপ ঘোষের

রেল সূত্রে খবর, বিশেষত রিজার্ভেশন পাননি যারা তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনে যাত্রীরা এসি, স্লিপার-সহ জেনারেল ক্লাসের সুবিধা পাবেন।

Advertisements

ধর্ষণের কড়া আইন চেয়ে প্রধানমন্ত্রীকে মমতার চিঠি,কেন্দ্রের কোর্টে বল ঠেলার কৌশল?

‘০৩১০১ কলকাতা-পুরী স্পেশ্যাল’ এই ট্রেনের টিকিট অনলাইন এবং পিআরএস পদ্ধতিতে কাটতে পারবেন যাত্রীরা।