সিউড়ি: শারদোৎসবের আমেজে মেতে উঠতে আর কয়েকদিন বাকি। প্যান্ডেল হপিং, আত্মীয়-স্বজনের বাড়ি যাওয়া কিংবা কেনাকাটার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে ভিড়। প্রতি বছর দুর্গাপুজোকে ঘিরে যাত্রীদের চাপ বেড়ে যায় কয়েকগুণ। এই বাড়তি যাত্রীর ভিড় সামলাতে এবং যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক করতে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে নেওয়া হল বিশেষ পদক্ষেপ। আসানসোল ডিভিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে অন্ডাল-সিউড়ি রুটে পুজো স্পেশ্যাল মেমু ট্রেন (Durga Puja Special Train) চালানোর।
রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই পুজো স্পেশ্যাল ট্রেন। অন্ডাল স্টেশন থেকে দুপুর ১টার সময় রওনা হবে ট্রেনটি এবং দুপুর ২টা ২০ মিনিট নাগাদ সিউড়িতে পৌঁছবে। ফেরার পথে সিউড়ি থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছাড়বে এবং বিকেল ৪টা ৫০ মিনিটে অন্ডালে পৌঁছবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ট্রেনটি উভয় দিকেই সমস্ত স্টেশনে থামবে।
শুধু অন্ডাল-সিউড়ি নয়, পুজোর সময়ে যাত্রীচাপ সামলাতে আসানসোল থেকে দুর্গাপুর রুটেও বিশেষ মেমু পরিষেবা চালু করছে পূর্ব রেল। এই ট্রেনটি আসানসোল থেকে সন্ধ্যা ৭টায় ছাড়বে এবং দুর্গাপুর থেকে রাত ৯টা ৩০ মিনিটে রওনা হবে। পথে কালিপাহাড়ি, রানিগঞ্জ, অন্ডাল এবং ওয়ারিয়া স্টেশনে থামবে।
প্রতি বছর দুর্গাপুজোর সময়ে বীরভূম জেলার সিউড়ি শহর ও আশপাশের এলাকায় মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। জেলার মানুষ ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চল থেকে হাজার হাজার মানুষ সিউড়িতে প্যান্ডেল দর্শন ও উৎসবের আনন্দ উপভোগ করতে আসেন। ফলে নিয়মিত ট্রেন পরিষেবা যথেষ্ট না হওয়ায় যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যার কথা মাথায় রেখেই রেল কর্তৃপক্ষের এই বিশেষ উদ্যোগ যাত্রীদের অনেকটাই স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।
রেল বিভাগের এক মুখপাত্র বলেন, “প্রতি বছর দুর্গাপুজোর সময় যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর চেষ্টা করি। এবছরও তার ব্যতিক্রম নয়। অন্ডাল-সিউড়ি পুজো স্পেশ্যাল ট্রেন চালু হলে যাত্রীদের যাত্রা আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।”
এছাড়াও জানা গিয়েছে, যাত্রীদের চাহিদা ও রিজার্ভেশন পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে আরও কিছু অতিরিক্ত ট্রেন চালানোর সম্ভাবনা রয়েছে। উৎসবের সময়ে যাত্রাপথকে আরও আরামদায়ক ও নিরাপদ করতে রেল ইতিমধ্যেই নিরাপত্তা ও পরিষেবা সংক্রান্ত নানা প্রস্তুতি শুরু করেছে।
উৎসবের মরশুমে বাড়তি যাত্রীদের আরাম ও স্বাচ্ছন্দ্য দিতে পূর্ব রেলের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্যান্ডেল দর্শন হোক বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো – দুর্গাপুজোর এই ক’দিন যাতায়াত এখন হবে আরও সহজ, ঝামেলাহীন ও আনন্দদায়ক।