দুর্ঘটনায় জখম চার পরীক্ষার্থী, হাসপাতালে বসেই পরীক্ষা

মিলন পণ্ডা, মারিশদা: পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হল ৪ জন ছাত্রছাত্রী ৯East Midnapore Road Accident)। দুর্ঘটনায় জখম হয়েছেন টোটো চালক।…

দুর্ঘটনায় জখম চার পরীক্ষার্থী, হাসপাতালে বসেই পরীক্ষা

মিলন পণ্ডা, মারিশদা: পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হল ৪ জন ছাত্রছাত্রী ৯East Midnapore Road Accident)। দুর্ঘটনায় জখম হয়েছেন টোটো চালক। পিকআপ ভ্যানের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিট দিঘা -নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা বেতালিয়া বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত দুই ছাত্রকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের উপস্থিতিতে হাসপাতালে বেডে বসে পরীক্ষা দেন দুই ছাত্র। এদিকে, হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে টোটো চালক। মারিশদা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত টোটো উদ্ধার ও পিকআপ ভ্যানটি আটক করেছে বলে জানা গিয়েছে।

   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় মারিশদা ধান্দালিবাড় হাই স্কুলের এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পড়েছে কাঁথির কিশোরনগর শিক্ষা সদনে। মঙ্গলবার একটি টোটোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য চারজন ছাত্রছাত্রী কাঁথির কিশোরনগর শিক্ষা সদনে আসছিল।

জাতীয় সড়কে মারিশদা বেতালিয়া বাসস্ট্যাণ্ড কাছে নাচিন্দা একটি পিকআপ ভ্যানের সঙ্গে কাঁথি গামী পরীক্ষার্থীদের টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উল্টে যায় টোটোটি। জখম হন চার জন ছাত্রছাএী টোটো চালক। দুর্ঘটনা ঘটনাস্থলে ছুটে আসে মারিশদা থানার পুলিশ।

Advertisements

দুজন ছাত্রীর আঘাত গুরুতর না হওয়ার কারণে অন্য একটি গাড়িতে কাঁথির কিশোরনগর শিক্ষা সদনে এসে পরীক্ষা দেয়। এদিকে দুজন ছাত্র ও টোটো চালকের গুরুতর আহত অবস্থায় কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশের উপস্থিতিতে হাসপাতালে বেডে শুয়ে পরীক্ষা দেন সৌম্যদীপ পাল ও গোবিন্দ মণ্ডল দুই ছাত্র। আহত টোটো চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মারিশদা থানার ওসি উজ্জ্বল নস্কর বলেন, “কি কারণে এমন দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে৷”