বীরভূমে (Birbhum) ডিএম অফিস অভিযানে ছাত্র-যুবদের উপর মিথ্যা মামলা হয়েছে। এমন অভিযোগ তুলে এবং আহমদপুরে আদিবাসী দস্পতিকে পিটিয়ে খুনের প্রতিবাদে, রামপুরহাটে DYFI – SFI এর মিছিল হল।
তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দি। এর জেরে জেলায় বাম শিবির চাঙ্গা বলে মনে করছেন বিশ্লেষকরা