SIR নিয়ে বিজেপির বিরুদ্ধে ‘গোপন ম্যাপিং’ অভিযোগ শাসক দলের!

during-sir-tmc-vs-bjp-voter-list-mapping-west-bengal

রাজ্যে বিধানসভা নির্বাচন (TMC vs BJP) এগিয়ে আসতেই রাজনৈতিক অন্দরে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এসআইআর (SIR) প্রক্রিয়া। আর সেই প্রক্রিয়াকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে ‘গোপন ম্যাপিং’র অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক মহল। দাবি উঠছে, গত নির্বাচনে ১০–২৫ হাজার ভোটে পরাজিত মোট ১২৩টি আসনকে বিশেষ নজরে রেখে ভোটারের নাম বাদ দেওয়ার এক ‘নীরব অভিযান’ চালাচ্ছে পদ্ম শিবির।

সূত্রের দাবি, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং পূর্ব-পশ্চিম বর্ধমান জেলায় সবচেয়ে বেশি সংখ্যায় ‘ম্যাপিং’ হয়েছে। বিশেষত—

   

৫–১০ হাজারে হারা আসন

১০–২০ হাজারে হারা আসন

নির্বাচনের আগে কর্মীদের মনোবল বাড়াতে এই কর্মসূচির পরিকল্পনায় বঙ্গ বিজেপি!

২০–২৫ হাজারে হারা আসন

এই তিন বিভাগে ভাগ করে টার্গেট করা হয়েছে ১২৩ বিধানসভা কেন্দ্র। বিজেপির অভিযোগহীন ভিতর সূত্র বলছে, সংখ্যালঘু ও তৃণমূল-ঘনিষ্ঠ অঞ্চলে ‘কৌশলগতভাবে’ ম্যাপিং করা হয়নি।

তৃণমূলের দাবি, কেবল মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়া নয়, বরং বৈধ ভোটারদেরও বাদ দেওয়ার কৌশল সাজিয়েছে বিজেপি।

এসআইআর’র কাজ শুরু হতেই মালদহসহ বিভিন্ন জেলায় ৫,০০০–৮,৫০০ পর্যন্ত অনুপস্থিত ভোটারের তথ্য উঠে এসেছে। মালদহে ১৫ দিনের কাজেই ৭১৭১ ভোটার ‘অসনাক্ত’ প্রশ্ন তুলছে, খসড়া তালিকা প্রকাশের দিনে সংখ্যাটা আরও বাড়বে কি?

সূত্র বলছে, বিহারে এসআইআর প্রক্রিয়ায় ব্যবহৃত বিজেপির একটি বিশেষ টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গেও। প্রতিদিন নাকি কলকাতা থেকে অগ্রগতির রিপোর্ট পৌঁছে যাচ্ছে দিল্লিতে। কমিশনের নিজস্ব প্রক্রিয়ার পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও পৃথক ম্যাপিং চালাচ্ছে বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের।

তৃণমূলের অভিযোগ, ১ কোটি ১৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ‘টার্গেট’ রেখেছে বিজেপি। জোড়াফুল শিবির দাবি করছে, বাংলায় বিজেপির সংগঠন দুর্বল; বিহারের মতো ‘ফাঁকা মাঠ’ তারা পাবে না।

বিজেপির ১২৩ আসনের তালিকায় রেখেছে, মতুয়া অধ্যুষিত এলাকা, রাজবংশী প্রধান উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের আদিবাসী বেল্ট। তবে গেরুয়া শিবিরও স্বীকার করছে, গতবারের ২০–২২ জন বিজয়ী বিজেপি বিধায়ক এবার ফেরার সম্ভাবনা কম। তাই ক্ষতি পোষাতে ১২৩ মার্জিনাল সিটে জয়ই তাদের চূড়ান্ত লক্ষ্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleতেজস দুর্ঘটনায় কূটনীতিকদের কাঠগড়ায় HAL
Next article১ লক্ষ টাকার বেশি বেতন চাই? আজই ব্যাংক অফ ইন্ডিয়ার এই নিয়োগের জন্য আবেদন করুন
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।