Durga Puja: দুর্গা প্রতিমার ৬০ লক্ষ টাকার অলঙ্কার চুরি কেতুগ্রামে, সিসিটিভিতে চুরির দৃশ্য

Durga Puja: একেবারে বাংলাদেশের দেবী যশোরেশ্বরীর বহুমূল্যবান মুকুট চুরির মতো ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কেতুগ্রামে। স্থানীয় চ্যাটার্জি বাড়ির দুর্গা মূর্তির বহু মূল্যবান অলঙ্কার চুরি হলো। মন্দিরের তালা ভেঙে দুর্গা প্রতিমার সোনার অলঙ্কার বাবদ আনুমানিক ৬০ লক্ষ টাকার গহনা নিয়ে পালাল চোর।

Advertisements

শারদোৎসবের মাঝে এমন  ঘটনায়  পূর্ব বর্ধমানের কেতুগ্ৰামের পাঁচুন্দি গ্ৰামে তীব্র শোরগোল। সিসিটিভিতে চুরির দৃশ্য দেখা গেছে।

শনিবার ভোরে কেতুগ্রামের চ্যাটার্জি পরিবারের সদস্য অরূপ চ্যাটার্জি চুরির বিষয়টি প্রথম লক্ষ্য করেন। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় গতকাল, গভীর রাতে মন্দিরের তালা ভেঙে এক ব্যাক্তি মন্দিরে ঢুকেছে। সেই ব্যক্তি  দেবী প্রতিমার গায়ের অলঙ্কার খুলে নিয়ে চলে যাচ্ছে।

Advertisements

জানা গেছে, চুরি যাওয়া দুর্গা প্রতিমার অলঙ্কারের বাজারমূল্য ৬০ লক্ষ টাকার বেশি। কারোর দাবি আনুমানিক ৭০ থেকে ৮০ লক্ষ টাকার গয়না ছিল।

চ্যাটার্জি পরিবারের তরফে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।ঘটনাস্থলে পৌঁছে কেতুগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে।