কলকাতা: রবিবার দুর্গাপুরে গণধর্ষণের শিকার হওয়া ডাক্তারি পড়ুয়ার সঙ্গে দেখা করতে যান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) সহ প্রতিনিধি দল। বিজেপি নেতারা হাসপাতালে ঢুকতে চাইলে গেট বন্ধ করে দেয় পুলিশ, বলে অভিযোগ। “রাজ্যে তালিবানি শাসন চলছে” বলে ক্ষোভ উগড়ে দেন লকেট চট্টোপাধ্যায়।
তিনি বলেন, “হাসপাতালের ইমারজেন্সি ভবনের গেট ২৪ ঘন্টা খোলা থাকার কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে রাজ্য পুলিশ ভেতরে ঢুকে বসে আছে, আর চিকিৎসকেরা বাইরে! এখানে তালিবানি-পাকিস্তানের মত শাসন চলছে”। মমতার ‘মেয়েদের রাতে বেরনো উচিৎ নয়’ মন্তব্যের প্রেক্ষিতেও কটাক্ষের ঝড় তুলে দিয়েছেন বিজেপি নেত্রী। তিনি বলেন, “আগামী বছরের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মহিলারা উপযুক্ত জবাব দেবেন।”
লকেটের (Locket Chatterjee) তোপ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মেয়েদের রাতে জঙ্গলে যাওয়া উচিত নয় কারণ পশুরা এসে তাকে খেয়ে ফেলতে পারে। অপারেশন সিঁদুরের সময়, সোফিয়া কুরেশি এবং ব্যোমিকা সিং রাতেই পাকিস্তানকে জবাব দিয়ে এসেছিল। আজ পশ্চিমবঙ্গে, একজন মহিলা মুখ্যমন্ত্রী মেয়েদের বাইরে যেতে বারণ করছেন। পশ্চিমবঙ্গের জনগণের বর্তমান এটাই অবস্থা।
“মেয়েদের রাতে বেরনো উচিৎ নয়”, মত মমতার
রবিবার দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ পরিদর্শনে যাওয়ার আগে দুর্গাপুরের (Durgapur) গণধর্ষণ কান্ড নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “আমি শুনেছি রাত ১২.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে। অত রাতে মেয়েটি ক্যাম্পাসের বাইরে গেল কীভাবে? বিশেষ করে মেয়েদের নিজেদের রক্ষা করা উচিৎ।”
সেইসঙ্গে মমতার বক্তব্য, “বিভিন্ন রাজ্য থেকে যেসব ছেলেমেয়েরা পড়তে আসেন, আমি তাঁদের অনুরোধ করব রাতের বেলা বাইরে না বেরতে। পুলিশ তো আর বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না”। দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষকে ঘটনার জন্য দায়ী করেন মমতা। তিনি বলেন, “বেসরকারি মেডিক্যাল কলেজেরও একটা দায় আছে। আমি শুনেছি রাত ১২.৩০ টা নাগাদ ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন ওই ছাত্রী। বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর উচিৎ রাতে মেয়েদের বাইরে বেরতে না দেওয়া”।