দূষণ দৌড়ে দিল্লিকে পিছনে ফেলে দিল দুর্গাপুর

Durgapur

Durgapur: দূষণ তালিকায় লাগাতার সেরা হয়ে দিল্লি তাক লাগিয়েছিল। তাতে ভাগ বসাল দুর্গাপুর! দূষণ দৌড়ে দিল্লিকেই পিছনে ফেলে দিল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর শহর।

Advertisements

মঙ্গলবার দিল্লিতে দূষণের গুণমান সূচক ((AQI) মাত্রা ৩৯৪ আর দুর্গাপুরে দূষণের মাত্রা ৪৫৩! এই মাত্রা প্রকাশ হতেই উদ্বিগ্ন দুর্গাপুর নগর নিগম। একাধিক কারখানা বন্ধের নির্দেশ এসেছে।

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, শীতের মরশুমে কয়েকদিন ধরেই পাল্লা দিয়ে বাড়ছে দুর্গাপুরের দূষণ।

গত কিছুদিন ধরে দিল্লি, লাহোর ও ঢাকার মধ্যে দূষণ প্রতিযোগিতা চলছে। দিল্লি বেশ কয়েকবার প্রথম স্থান নিয়েছে। রাজধানী বন্ধ স্কুল, কলেজ, অফিস। অতি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়াও নিষেধ।

Advertisements

মঙ্গলবার দিল্লির বাতাসের গুণমান সূচক থেকে খারাপ পরিস্থিতি ধরা পড়ে দুর্গাপুরের বাতাসে।দম বন্ধের মত পরিস্থিতি তৈরি হচ্ছে।

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আঞ্চলিক চিফ ইঞ্জিনিয়ার অরূপ দে বলেন, “হাওয়া না চলায় আজ দূষণ বেশি আছে। ৪০০ ছাড়িয়ে গিয়েছে বাতাসের গুণমান সূচক দুর্গাপুরের কোনও কোনও জায়গায়। ইতিমধ্যেই দুর্গাপুরের দুটি কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তিনটি কারখানাকে সতর্ক করা হয়েছে। দিল্লিতে আজকের পরিস্থিতি জানি না। তবে দুর্গাপুরের পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত।”

দুর্গাপুর পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “এই কথা শোনার পর আমরাও চিন্তিত। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে বৈঠক করব।কারখানাগুলি থেকে কালো ধোঁয়া কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এলাকায় এলাকায় মানুষকে সচেতন করা হবে।”