খড়গপুর: পুজোর আনন্দে যোগ দিল রেল! দূরপাল্লার এক্সপ্রেস থেকে শুরু করে রাতভর চলা লোকাল — দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) খড়গপুর ডিভিশন ঘোষণা করল একাধিক পুজো স্পেশ্যাল ট্রেন পরিষেবা। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেনগুলি, যাতে দুর্গাপুজো থেকে ছট পর্যন্ত প্রতিটি উৎসবের ভিড় সামাল দেওয়া যায়।
পুজোর মরশুম মানেই বাড়ি বাইরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে প্যান্ডেল হপিং, কিংবা দূরে কোথাও ছুটি কাটানোর পরিকল্পনা। কিন্তু প্রতিবারই যাত্রীদের মনে থাকে একটি সাধারণ প্রশ্ন—রাতে কীভাবে বাড়ি ফিরব? কিংবা শেষ ট্রেনের সময় মিস করলে বিকল্প কী? এই দুশ্চিন্তা থেকেই মুক্তি দিচ্ছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। খড়গপুর ডিভিশনের তত্ত্বাবধানে এবছরও চালানো হবে একাধিক দূরপাল্লার এক্সপ্রেস ও নাইট স্পেশ্যাল লোকাল ট্রেন।
রেল সূত্রে জানানো হয়েছে, পুজোর সময় মোট ১৯ জোড়া আপ ও ডাউন দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চলবে। কলকাতা থেকে উত্তর ভারত, দক্ষিণ ভারত, এমনকি উপকূলবর্তী দিঘা পর্যন্ত সরাসরি সংযোগ তৈরি হবে এই বিশেষ ট্রেনের মাধ্যমে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৮৮৬৬ শালিমার–ইটওয়ারি পুজো স্পেশ্যাল চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। ০৮৮৪৫ শালিমার–চারলাপল্লী ট্রেন চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। ০৮৬১১ সাঁতরাগাছি–আজমির পুজো স্পেশ্যাল চলবে ২২ সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত। একইভাবে ০৮০৪৭ শালিমার–রাঙ্গাপাড়া উত্তর স্পেশ্যাল ট্রেন চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত।
এছাড়াও ০৭০৪৭ নহরলাগুন–চারলাপল্লী ট্রেন চলবে ২ সেপ্টেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত, এবং ০৬০৭৮ সাঁতরাগাছি–চেন্নাই ট্রেন চলবে ৮ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। ০৩৪৬৫ মালদা টাউন–দিঘা স্পেশ্যাল চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। অন্যান্য গুরুত্বপূর্ণ রুটের মধ্যে রয়েছে শালিমার–বিশাখাপত্তনম, শালিমার–পাটনা, শালিমার–চেন্নাই এবং সাঁতরাগাছি–যশবন্তপুর।
যাত্রীরা যাতে রাতভর নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, তার জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তিন জোড়া নাইট স্পেশ্যাল লোকাল ট্রেন চলবে, যার মধ্যে অন্যতম পাঁশকুড়া–হাওড়া (রাত ১১:৩০) এবং হাওড়া–পাঁশকুড়া (রাত ১২:৫০)। এছাড়াও মেচেদা–হাওড়া, হাওড়া–মেচেদা, আমতা–হাওড়া এবং হাওড়া–আমতা রুটেও চলবে অতিরিক্ত ট্রেন।
রেল আরও জানিয়েছে, সাধারণ যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য একাধিক গ্যালপিং লোকাল ট্রেন চালু করা হবে। ফলে যাত্রীরা অল্প সময়ে এবং কম ঝক্কিতে বাড়ি ফিরতে পারবেন।
পুজোর ভিড় সামলাতে এই বিশেষ পদক্ষেপ যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। প্যান্ডেল হপিং শেষে মাঝরাতে বাড়ি ফেরা হোক বা শেষ মুহূর্তে দিঘা বা আজমিরে বেড়াতে যাওয়া — সব কিছুই এবার সম্ভব হবে আরও সহজে।
খড়গপুর ডিভিশনের এই বিশেষ উদ্যোগের ফলে দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত টানা ছুটির সময় যাত্রীদের যাত্রাপথ হবে আরও আরামদায়ক ও নির্বিঘ্ন। রেল কর্তৃপক্ষের দাবি, পুজোর সময় রেল যাত্রীদের পাশে থেকে ভরসার হাত বাড়িয়ে দেবে, যাতে উৎসবের আনন্দ নষ্ট না হয় কোনওভাবেই।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
