কলকাতা: দুর্গাপুজোর আনন্দে প্যান্ডেল হপিং, রাতভর উৎসব আর শহরের এপার-ওপার ঘোরাঘুরি এখন কলকাতার পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ। যাত্রীদের সুবিধার জন্য প্রতিবছরের মতো এবারও পুজোর সময় অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। শিয়ালদহ শাখায় মোট ৩১টি স্পেশ্যাল লোকাল ট্রেন চালানো হবে পঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত, যার মধ্যে ১৯টি চলবে মেন ও উত্তর সেকশনে এবং ১২টি চলবে দক্ষিণ সেকশনে।
এই বিশেষ পরিষেবার ফলে প্যান্ডেল হপিং শেষে গভীর রাতেও সহজে বাড়ি ফেরার সুযোগ মিলবে সাধারণ যাত্রীদের। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতের ভিড় সামাল দিতে অতিরিক্ত নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থাও করা হয়েছে।
শিয়ালদহ মেন ও উত্তর সেকশন (১৯টি স্পেশ্যাল ট্রেন)
শিয়ালদাহ–রানাঘাট–নৈহাটি–শিয়ালদাহ:
রাত ৯টা ৪০ মিনিট থেকে ভোর ৩টে ১০ মিনিট পর্যন্ত চলবে ৬টি স্পেশ্যাল ট্রেন।
শিয়ালদাহ–রানাঘাট: ২টি
নৈহাটি–রানাঘাট: ২টি
শিয়ালদাহ–নৈহাটি: ২টি
শিয়ালদাহ–কল্যাণী–শিয়ালদাহ:
রাত ৯টা ১০ মিনিট থেকে রাত ২টে ৫৫ মিনিট পর্যন্ত চলবে ৪টি স্পেশ্যাল লোকাল।
বনগাঁ–বারাসাত–শিয়ালদাহ:
রাত ১০টা ২০ মিনিট থেকে ভোর ৪টে ৩০ মিনিট পর্যন্ত মিলবে ৪টি ট্রেন।
শিয়ালদাহ–বনগাঁ: ২টি
শিয়ালদাহ–বারাসাত: ২টি
রানাঘাট–নৈহাটি–কৃষ্ণনগর:
রাত ১১টা ৪৫ মিনিট থেকে ভোর ৪টে ৫৫ মিনিট পর্যন্ত চলবে ৫টি ট্রেন।
রানাঘাট–কৃষ্ণনগর: ১টি
কৃষ্ণনগর–নৈহাটি: ২টি
কৃষ্ণনগর–কল্যাণী: ১টি
কল্যাণী–রানাঘাট: ১টি
শিয়ালদহ দক্ষিণ সেকশন (১২টি স্পেশ্যাল লোকাল)
শিয়ালদহ–বারুইপুর:
রাত ১১টা ৪০ মিনিট থেকে ভোর ৪টে ৩০ মিনিট পর্যন্ত চলবে ৬টি স্পেশ্যাল ট্রেন।
শিয়ালদাহ–বারুইপুর: ২টি
বালিগঞ্জ–বারুইপুর: ৪টি
শিয়ালদহ–বজবজ:
রাত ১১টা ৩০ মিনিট থেকে ভোর ৩টে ৪০ মিনিট পর্যন্ত মিলবে ৬টি স্পেশ্যাল লোকাল।
শিয়ালদাহ–বজবজ: ২টি
নিউ আলিপুর–বজবজ: ৪টি
প্রতি বছর পুজোর সময় কলকাতা ও আশপাশের অঞ্চলে গভীর রাত পর্যন্ত মানুষের ভিড় দেখা যায়। সেই পরিস্থিতিতে গণপরিবহণের অভাব যাত্রীদের বড় সমস্যায় ফেলে। এবছর ভারতীয় রেলের এই বিশেষ ব্যবস্থা যাত্রীদের সেই সমস্যার সমাধান করবে।
এছাড়াও রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরপিএফ এবং জিআরপি-র অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকবে। বড় স্টেশনগুলোতে নজরদারি বাড়ানো হবে এবং পরিষেবার ধারাবাহিকতা বজায় রাখতে সব ট্রেনের সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
