কলকাতা: পুজোর আর মাত্র মাসখানেক বাকি। ঘরে ঘরে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি, আর শহরও সেজেছে উৎসবের রঙে। এ বছরও কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোর পরিক্রমা দেখার সুযোগ মিলবে সরকারি বাস ও লঞ্চে। ট্রামের ব্যবস্থা এই বছরও নেই, এ কথা জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
ডব্লিউবিটিসি’র উদ্যোগে এবার তিনটি মূল পরিক্রমার ব্যবস্থা করা হয়েছে। শহরের ভেতর ও শহরতলির মানুষ উভয়েই উপভোগ করতে পারবে ঐতিহ্যবাহী পুজো দর্শন।
বনেদি বাড়ির পুজো পরিক্রমা
কলকাতার ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজো ঘুরে দেখার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ভলভো বাসে সুবিধা রাখা হয়েছে। সপ্তমী, অষ্টমী ও নবমীর সকাল ৮টায় এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে যাত্রা শুরু হবে। সফরে থাকছে বদনচন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুড় মঠ, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি, রানি রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, বেহালা সোনার দুর্গা বাড়ি এবং সাবর্ণ রায় চৌধুরী বাড়ির পুজো।
প্রতি যাত্রীর ভাড়া ২২০০ টাকা। পাঁচ থেকে ১০ বছরের শিশুদের জন্য ১৬৫০ টাকা, পাঁচ বছরের কমবয়সীদের জন্য কোনও ভাড়া নেই। প্যাকেজে রয়েছে সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত খাবার, চা-কফি ও পানীয় জল।
শহরতলি থেকে কলকাতা—বনেদি বাড়ি পরিক্রমা Durga Puja tour in Kolkata
শহরতলির বাসিন্দাদের জন্যও ব্যবস্থা রাখা হয়েছে। সকাল ৮টায় বারাসাত কলোনি মোড় থেকে যাত্রা শুরু হবে। সফরে থাকছে কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন, চোরবাগান চট্টোপাধ্যায়, জোড়াসাঁকো দাঁ, ঠনঠনিয়া দত্ত, লাহা এবং গিরিশচন্দ্র ঘোষ পরিবারের পুজো। ভাড়া জনপ্রতি ২৩৩০ টাকা, ৫–১০ বছরের শিশুদের জন্য ১৭০০ টাকা।
জলপথে উত্তর কলকাতার পুজো পরিক্রমা
মিলেনিয়াম পার্ক থেকে সকাল ১১টায় লঞ্চ যাত্রা শুরু হবে। প্রথমে পৌঁছানো হবে আহিরীটোলা ঘাটে। এরপর এসি বাসে ঘুরিয়ে দেখানো হবে শোভাবাজার রাজবাড়ি, কুমোরটুলি পার্ক ও কুমোরটুলি সর্বজনীন, জগৎ মুখার্জি পার্কের পুজো, বলরাম মন্দির ও সারদা মায়ের বাড়ি। সফর শেষে ফের বাগবাজার ঘাটে লঞ্চে উঠে মিলেনিয়াম পার্কে যাত্রা শেষ হবে। পুরো সফরের ভাড়া ৯০০ টাকা, জলখাবার ও পানীয় অন্তর্ভুক্ত।
কবে কোথা থেকে ছাড়বে বাস? Durga Puja tour in Kolkata
এসপ্ল্যানেড ও বারাসাত থেকে ষষ্ঠী, সপ্তমী ও নবমীর দিন সকাল ৯টায় বাতানুকূল ভলভো বাস ছাড়বে। এতে একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, মুদিয়ালি, শিবমন্দির, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, বাগবাজার সর্বজনীন ও বাগবাজার পল্লির পুজো দেখানো হবে। ভাড়া ৫০০–৭০০ টাকা, জলখাবার ও মধ্যাহ্নভোজন অন্তর্ভুক্ত।
কলকাতার বনেদি বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজোর এই পরিক্রমা শুধু দর্শনীয়ই নয়, শহরের সংস্কৃতি ও ইতিহাসের সাথে সরাসরি সংযোগের একটি অনন্য অভিজ্ঞতা হিসেবে ধরা হচ্ছে।
West Bengal: West Bengal Transport Corporation (WBTC) announces special Durga Puja Parikrama tours for 2025. Explore famous ‘Bonedi Barir Pujo’ in AC Volvo buses and enjoy a river cruise from Millenium Park, with options available for commuters from suburban areas.

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
