পুজোতে শিয়ালদা শাখায় রাতভর লোকাল, চলবে ৩১টি স্পেশাল ট্রেন

কলকাতা: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিয়ালদা সেকশনে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৩১টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করতে এই…

durga puja special trains

কলকাতা: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিয়ালদা সেকশনে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৩১টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিয়ালদা মেইন ও নর্থ সেকশনে ১৯টি ট্রেন চলবে, যখন দক্ষিণ শাখায় ১২টি ট্রেন চলাচল করবে।

শিয়ালদা-রানাঘাট ও নৈহাটি রুট

রাত ৯:৪০ থেকে ভোর ৩:১০ পর্যন্ত এই রুটে মোট ৬টি ট্রেন চলবে। শিয়ালদা-রানাঘাট রুটে ২টি, নৈহাটি-রানাঘাট রুটে ২টি এবং শিয়ালদা-নৈহাটি রুটে ২টি ট্রেন থাকবে। এর ফলে রানাঘাট ও নৈহাটির যাত্রীদের কলকাতা থেকে বাড়ি ফেরায় আর কোনও সমস্যা থাকবে না

   

শিয়ালদা-কল্যাণী ও বনগাঁ-বারাসাত রুট

শিয়ালদা-কল্যাণী রুটে রাত ৯:১০ থেকে রাত ২:৫৫ পর্যন্ত ৪টি স্পেশাল ট্রেন চলবে।

বনগাঁ-বারাসাত-শিয়ালদা রুটে রাত ১০:২০ থেকে ভোর ৪:৩০ পর্যন্ত ৪টি ট্রেন চালানো হবে। শিয়ালদা-বনগাঁ রুটে ২টি এবং শিয়ালদা-বারাসাত রুটে ২টি ট্রেন সুবিধা দেবে।

রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর রুট

রাত ১১:৪৫ থেকে ভোর ৪:৫৫ পর্যন্ত এই রুটে ৫টি ট্রেন চলবে। রানাঘাট-কৃষ্ণনগর, কৃষ্ণনগর-নৈহাটি, কৃষ্ণনগর-কল্যাণী এবং কল্যাণী-রানাঘাট রুটে স্পেশাল ট্রেন সুবিধা মিলবে।

Advertisements

দক্ষিণ শাখার স্পেশাল লোকাল

শিয়ালদা-বারুইপুর রুটে রাত ১১:৪০ থেকে ভোর ৪:৩০ পর্যন্ত ৬টি স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে শিয়ালদা-বারুইপুরে ২টি, বালিগঞ্জ-বারুইপুরে ৪টি ট্রেন থাকবে।

শিয়ালদা-বজবজ রুটে রাত ১১:৩০ থেকে ভোর ৩:৪০ পর্যন্ত ৬টি স্পেশাল ট্রেন চলবে। শিয়ালদা-বজবজ রুটে ২টি এবং নিউ আলিপুর-বজবজ রুটে ৪টি ট্রেন থাকবে।

রেল কর্তৃপক্ষের এই বিশেষ ব্যবস্থা নিশ্চিত করবে যে পুজোর সময় শিয়ালদা ও সংলগ্ন সেকশনের যাত্রীরা স্বাচ্ছন্দ্য ও নিরাপদে যাতায়াত করতে পারবেন, ঠাকুর দর্শনসহ অন্যান্য উৎসব কার্যক্রমে অংশগ্রহণে কোনও অসুবিধা হবে না।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News