পুজোতে শিয়ালদা শাখায় রাতভর লোকাল, চলবে ৩১টি স্পেশাল ট্রেন

কলকাতা: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিয়ালদা সেকশনে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৩১টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করতে এই…

পুজোতে শিয়ালদা শাখায় রাতভর লোকাল, চলবে ৩১টি স্পেশাল ট্রেন

কলকাতা: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিয়ালদা সেকশনে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৩১টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিয়ালদা মেইন ও নর্থ সেকশনে ১৯টি ট্রেন চলবে, যখন দক্ষিণ শাখায় ১২টি ট্রেন চলাচল করবে।

Advertisements

শিয়ালদা-রানাঘাট ও নৈহাটি রুট

রাত ৯:৪০ থেকে ভোর ৩:১০ পর্যন্ত এই রুটে মোট ৬টি ট্রেন চলবে। শিয়ালদা-রানাঘাট রুটে ২টি, নৈহাটি-রানাঘাট রুটে ২টি এবং শিয়ালদা-নৈহাটি রুটে ২টি ট্রেন থাকবে। এর ফলে রানাঘাট ও নৈহাটির যাত্রীদের কলকাতা থেকে বাড়ি ফেরায় আর কোনও সমস্যা থাকবে না

   

শিয়ালদা-কল্যাণী ও বনগাঁ-বারাসাত রুট

শিয়ালদা-কল্যাণী রুটে রাত ৯:১০ থেকে রাত ২:৫৫ পর্যন্ত ৪টি স্পেশাল ট্রেন চলবে।

বনগাঁ-বারাসাত-শিয়ালদা রুটে রাত ১০:২০ থেকে ভোর ৪:৩০ পর্যন্ত ৪টি ট্রেন চালানো হবে। শিয়ালদা-বনগাঁ রুটে ২টি এবং শিয়ালদা-বারাসাত রুটে ২টি ট্রেন সুবিধা দেবে।

রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর রুট

রাত ১১:৪৫ থেকে ভোর ৪:৫৫ পর্যন্ত এই রুটে ৫টি ট্রেন চলবে। রানাঘাট-কৃষ্ণনগর, কৃষ্ণনগর-নৈহাটি, কৃষ্ণনগর-কল্যাণী এবং কল্যাণী-রানাঘাট রুটে স্পেশাল ট্রেন সুবিধা মিলবে।

দক্ষিণ শাখার স্পেশাল লোকাল

শিয়ালদা-বারুইপুর রুটে রাত ১১:৪০ থেকে ভোর ৪:৩০ পর্যন্ত ৬টি স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে শিয়ালদা-বারুইপুরে ২টি, বালিগঞ্জ-বারুইপুরে ৪টি ট্রেন থাকবে।

শিয়ালদা-বজবজ রুটে রাত ১১:৩০ থেকে ভোর ৩:৪০ পর্যন্ত ৬টি স্পেশাল ট্রেন চলবে। শিয়ালদা-বজবজ রুটে ২টি এবং নিউ আলিপুর-বজবজ রুটে ৪টি ট্রেন থাকবে।

রেল কর্তৃপক্ষের এই বিশেষ ব্যবস্থা নিশ্চিত করবে যে পুজোর সময় শিয়ালদা ও সংলগ্ন সেকশনের যাত্রীরা স্বাচ্ছন্দ্য ও নিরাপদে যাতায়াত করতে পারবেন, ঠাকুর দর্শনসহ অন্যান্য উৎসব কার্যক্রমে অংশগ্রহণে কোনও অসুবিধা হবে না।

Advertisements