কলকাতা: দূর দূরান্ত থেকে বাঙালি সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো উপভোগ করতে আসা মানুষদের জন্য এবার বিশেষ সুখবর। পুজোর পর এবার শুরু হচ্ছে কার্নিভাল, যেখানে দর্শকরা আবারও দেখার সুযোগ পাবেন সব প্রতিমা।
প্রতিমা নিরঞ্জন কবে?
রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাটে ২, ৩ ও ৪ অক্টোবর প্রতিমা নিরঞ্জনের অনুষ্ঠান হবে। তারপর ৫ অক্টোবর রেড রোডে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়োজিত কার্নিভাল। কলকাতার এবং রাজ্যের মানুষ আগের বছরগুলোতে ভিড়ে অনেক প্রতিমা দেখার সুযোগ পাননি; তাই এবার কার্নিভালকে ‘শেষ সুযোগ’ হিসেবে দেখছেন অনেকে।
২০১৫ সালে ইউনেস্কো বাঙালির এই দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেয়। সেই স্বীকৃতির পর থেকে উৎসবের আয়োজন ক্রমশ আরও বড় ও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। প্রতি বছর রেড রোডে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকেন, বিদেশি অতিথিরাও অংশ নেন। এবারও একই উদযাপন পরিকল্পনা করা হয়েছে।
পুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তা Durga Puja Carnival Date
রাজ্য সরকার পুজো কমিটিগুলির জন্য আর্থিক সহায়তা বাড়িয়েছে। ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত সভায় প্রত্যেক স্বীকৃত পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ফায়ার লাইসেন্স ও অন্যান্য সরকারি পরিষেবার ফি বাতিল, এবং কলকাতার সিইএসসি বিদ্যুতের ক্ষেত্রে ৮০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।
রাজ্যের খরচ
পশ্চিমবঙ্গজুড়ে প্রতি বছর প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪৩ হাজার পুজো জেলায়-জেলায় হয়, আর কলকাতা পুলিশ এলাকায় হয় প্রায় ৩ হাজার পুজো। এত বড় আয়োজনকে সচল রাখতে রাজ্যের ব্যয় হয় কয়েকশো কোটি টাকা।
শ্রদ্ধা, আনন্দ ও উৎসবের মিলনস্থল এবারও কার্নিভাল। পুজো শেষ হতেই মানুষের মনে প্রশ্ন জাগেছে—‘কার্নিভাল কবে?’—এবার উত্তর পাওয়া গেল। ৫ অক্টোবর রেড রোডে অনুষ্ঠিত এই উৎসবমুখর কার্নিভাল যেন সব দর্শকের জন্য একসঙ্গে আনন্দের নতুন সুযোগ।