দুর্গাপুজো ভ্রমণে স্বস্তি, পূর্ব রেলের স্পেশাল ট্রেন ঘোষণা

আর মাত্র ৪০ দিনের অপেক্ষা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2025) দরজায় কড়া নাড়ছে। দুর্গাপুজো মানেই শুধু প্যান্ডেল হপিং নয়, সঙ্গে একাধিক উৎসবের দীর্ঘ…

Railways Take Major Step to Combat Fraud, Cancels Group-C Recruitment Process

আর মাত্র ৪০ দিনের অপেক্ষা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2025) দরজায় কড়া নাড়ছে। দুর্গাপুজো মানেই শুধু প্যান্ডেল হপিং নয়, সঙ্গে একাধিক উৎসবের দীর্ঘ ছুটি। দুর্গাপুজোর পর একে একে আসে লক্ষ্মীপুজো, কালীপুজো, দিওয়ালি, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো। তাই এই সময়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন বহু মানুষ। ভিড় জমে রেল স্টেশনে, টিকিট কাটতে হয় অনেক আগেই। ইতিমধ্যেই দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং শেষ হয়ে যাওয়ার খবর মিলছে। যাত্রীদের চাপ সামলাতে এবং ভ্রমণকে সহজ করতে প্রতি বছরের মতো এ বছরও পুজোর আগে বিশেষ ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ও শিয়ালদহ থেকে একাধিক বিশেষ ট্রেন চালানো হবে। হাওড়া থেকে রক্সৌল এবং শিয়ালদহ থেকে গোরক্ষপুর পর্যন্ত চলবে এই ট্রেন। এ ছাড়াও আসানসোল থেকেও বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে।

   

হাওড়া থেকে রক্সৌলগামী বিশেষ ট্রেন চালু হবে ২৭ সেপ্টেম্বর থেকে। শনিবার ও রবিবার চলবে এই ট্রেন। রক্সৌল থেকে ফেরার ট্রেন পাওয়া যাবে রবিবার ও সোমবার।

হাওড়া থেকে রক্সৌলগামী বিশেষ ট্রেন ব্যান্ডেল, বর্ধমান, আসানসোল, জসিডি হয়ে রক্সৌল পৌঁছবে। ফেরার পথে রক্সৌল থেকে যাত্রা শুরু করে ট্রেন দাঁড়াবে দুর্গাপুর, চিত্তরঞ্জন, মধুপুর, ঝাঝা, কিউল, বরৌনি, দলসিংহ সরায়, সমস্তিপুর, দ্বারভাঙা, কমতৌল, জনকপুর রোড, সীতামারি ও বৈরগনিয়াতে। এর ফলে বিহারগামী যাত্রীদের জন্য বড় সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

শিয়ালদহ থেকে গোরক্ষপুরগামী দ্বিসাপ্তাহিক বিশেষ ট্রেন চালু হবে ৩০ সেপ্টেম্বর থেকে। প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার ছাড়বে এই ট্রেন। ফেরার ট্রেন গোরক্ষপুর থেকে পাওয়া যাবে বৃহস্পতিবার ও শনিবার।

Advertisements

এই বিশেষ ট্রেন দাঁড়াবে বর্ধমান, আসানসোল, জসিডি, পাটনা ও গোরক্ষপুরে। পাশাপাশি থামবে দুর্গাপুর, চিত্তরঞ্জন, মধুপুর, ঝাঝা, জামুই, কিউল, মोकামা, বখতিয়ারপুর, রাজেন্দ্রনগর, পাটলিপুত্র, দিঘওয়ারা, ছপরা, সিওয়ান ও দেওরিয়া সদরেও। ফলে বিহার ও পূর্ব উত্তর প্রদেশের ভ্রমণ আরও সহজ হবে।

এর পাশাপাশি আসানসোল থেকেও গোরক্ষপুর ও পাটনা পর্যন্ত বিশেষ ট্রেন চালানো হবে। এর ফলে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল থেকে যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর আগে এবং পরে যাত্রীদের চাপ বিপুল পরিমাণে বাড়ে। বিশেষ ট্রেনের ফলে যাত্রীদের ভ্রমণে স্বস্তি মিলবে। ইতিমধ্যেই অনলাইন বুকিং শুরু হয়ে গিয়েছে। টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন অনেক যাত্রী। তাই যারা এখনও টিকিট কাটেননি, তাদের এখনই বুকিং করার পরামর্শ দেওয়া হচ্ছে।

দুর্গাপুজোতে বাড়ি ফেরা হোক বা ছুটির ভ্রমণ, বিশেষ ট্রেন যাত্রীদের যাতায়াতে বড় সহায়ক হবে। প্রতি বছরের মতো এবছরও পূর্ব রেলের এই উদ্যোগ যাত্রীদের উৎসবের আনন্দকে আরও সহজ ও মসৃণ করবে।