বাংলার আকাশে এবার হবে মিসাইল পরীক্ষা। সমস্ত প্রস্তুতি প্রায় শেষ করে করে ফেলেছে প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা সংস্থা ডিআরডিও (DRDO)। জানা যাচ্ছে দিঘা সমুদ্রের কাছে অবস্থিত জুনপুট এলাকার উপকূল থেকে মিসাইল উৎক্ষেপণ করা হবে। দিঘার পাশাপাশি জুনপুটও এখন পর্যটনে বেশ পরিচিতি পেয়েছে। এবার জুনপুটকে বেছে নিল ডিআরডিও। জানা গিয়েছে এই মাসের শেষের দিকেই হতে পারে মিসাইল উৎক্ষেপণ।
জেলাশাসক তানবীর আফজল জানাচ্ছেন যে ডিআরডিও-র এই পরীক্ষার জন্য জমি দিয়েছে রাজ্য সরকার। এই জমিতেই তৈরি হবে মিসাইলের লঞ্চিং প্যাড। ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চের শুরুতে ডিআরডিও ওই জায়গা থেকে পরীক্ষামূলকভাবে মিসাইল উৎক্ষেপণ করবে। এছাড়াও জানা যাচ্ছে যে একই সময় বালেশ্বর থেকেও ছোড়া হবে আরও একটি মিসাইল। দু’টি মিসাইল মাঝপথে একে অপরকে কীভাবে ‘ইন্টারসেপ্ট’ করবে সেটাই ডিআরডিও-র গবেষণার বিষয় বলে জানিয়েছেন জেলাশাসক। রাজ্যের উপকূলবর্তী এলাকা এমন পরীক্ষামূলকভাবে মিসাইল উৎক্ষেপণ এই প্রথম।
উল্লেখ্য, ২০১৭ সালে হঠাৎ করে এক অদ্ভুত শব্দে কেঁপে উঠেছিল দিঘা। আতঙ্কিত হয়ে পড়েছিল। পরে জানা যায়, বায়ুসেনার মহড়া চলছিল আকাশে। এক বিমান মিসাইল ছোড়ার মহড়া চলাকালীনই ওই শব্দ তৈরি হয়।