দিঘার কাছেই পরীক্ষা কেন্দ্র গড়ার কাজ শুরু DRDO-র

DRDO Test centre in Junput

DRDO: দিঘার কাছেই পূর্ব মেদিনীপুরের জুনপুটে (Junput) পরীক্ষা কেন্দ্র গড়ার কাজ শুরু করেছে DRDO। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) দেশের অস্ত্র ব্যবস্থার জন্য একটি পরীক্ষা কেন্দ্র (Test Centre) তৈরির জন্য পূর্ব মেদিনীপুরের জুনপুটে একটি প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে।

ওডিশার বালাসোরের কাছে চাঁদিপুরে পুরনো ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) পরীক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে পরিপূর্ণ হয়ে উঠেছে বলে একটি অতিরিক্ত অপারেশন এলাকার প্রয়োজন হয়ে উঠেছে। প্রতিষ্ঠার পর থেকেই, ডিআরডিও স্থল, আকাশ, সমুদ্র, মহাকাশ এবং সাইবারের প্রতিরক্ষা ও নিরাপত্তা ডোমেনে অত্যাধুনিক সেন্সর, অস্ত্র সিস্টেম, প্ল্যাটফর্ম এবং সহযোগী সরঞ্জামগুলি ডিজাইন এবং বিকাশের লক্ষ্য রেখেছে।

   

DRDO: Test Centre in Junput

ডিআরডিও-র এক আধিকারিক জানিয়েছেন, “যেহেতু অস্ত্র ব্যবস্থার সময়মত ট্রায়ালগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই চাঁদিপুর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে দীঘার কাছে জুনপুটে একটি অতিরিক্ত অপারেশন এলাকার জন্য একটি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন