ডুয়ার্স: ডুয়ার্সের নাগরাকাটার গাতিয়া চা বাগানে মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন চা-শ্রমিক। স্থানীয়দের তথ্য অনুযায়ী, যাত্রীবোঝাই একটি পিকআপ ভ্যানে চা বাগানে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উলটে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের৷
জখম প্রায় ৩০
প্রাথমিকভাবে উদ্ধার করে চা বাগানের নিজস্ব হাসপাতাল ও সুলকাপাড়া গ্রামীন হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে থেকে ১৫ জনকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। প্রশাসনের অনুমান, দুর্ঘটনায় মোট প্রায় ৩০ জন জখম হয়েছেন।
নাগরাকাটার বিএমওএইচ ডা. মোল্লা ইরফান হোসেন জানিয়েছেন, “বেশ কয়েকজনের মাথায় আঘাত রয়েছে। তাই কোনও বিলম্ব না করে প্রাথমিক চিকিৎসার পর সঠিক রেফারাল করা হয়েছে।”
শোকের ছায়া চা বাগানে Dooars tea workers accident
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মালবাজার এসডিপিও রোশন প্রদীপ দেশমুখ, বিডিও পংকজ কোণার, নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
স্থানীয়রা গভীর শোকের ছায়ায় ডুবে রয়েছেন। চা বাগানের শ্রমিকদের নিরাপত্তা এবং রাস্তাঘাটের মান নিয়ে প্রশাসনের কাছে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
West Bengal: A tragic road accident in Nagrakata’s Ghatiya Tea Garden in Dooars has killed three tea workers after their pickup van overturned. The vehicle lost control, injuring around 30 other workers who were on their way to work.