Monday, December 8, 2025
HomeWest BengalNorth BengalMamata Banerjee: 'চিন্তা করবেন না প্রশাসন আছে', আলিপুরদুয়ারে বার্তা মমতার

Mamata Banerjee: ‘চিন্তা করবেন না প্রশাসন আছে’, আলিপুরদুয়ারে বার্তা মমতার

- Advertisement -

চার মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড আলিপুরদুয়ার-জলপাইগুড়ি-কোচবিহার। ভোটের আগে এই প্রাকৃতিক দুর্যোগ আসায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ ত্রাণ দেবার প্রতিযোগিতা দেখা যাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেখানে গিয়ে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করেছেন। গতকাল রাতেই বিশেষ বিমানে আলিপুরদুয়ারে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আলিপুরদুয়ারের ঝড়ের পরিস্থিতি খতিয়ে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রশাসন তার সাহায্যের হাত কাল থেকেই বাড়িয়েছে এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার মানুষের হয়ে কাজ করবার জন্য। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সঠিক সময় সিদ্ধান্ত নিয়ে এই রিলিফ ক্যাম্পগুলোকে চালু করেছে। জেলা পরিষদ বা সাংসদ বিধায়ক যারা আছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অনুরোধ থাকবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানুষের হয়ে কথা বলবার জন্য। এর বিপরীতেই কোচবিহার।’

   

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আলিপুরদুয়ারে এতটা ঝড়ের প্রভাব পড়েছে আমি আগে ভাবতে পারিনি। কোনও চিন্তা করবেন না প্রশাসন আছে। প্রশাসন সব রকম সহযোগিতা করবে। কেউ যাতে বঞ্চিত না হয়, যার যতটুকু প্রয়োজন, যার যতটা ক্ষতি হয়েছে সেটা দেখে নিয়ে ইমিডিয়েট ক্ষতিপূরণের ব্যবস্থা করে।’

এলাকাবাসীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্থানীয়দের আশ্বস্ত করেন। সবরকম সহযোগিতা প্রশাসন করবে সেই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাগডোগরা বিমানবন্দরে নেমে বঙ্গ বিজেপির সভাপতির উদ্দেশ্যে কঠোর সমালোচনা করেন। বালুরঘাটে থেকেও কেন সুকান্ত ঘোষ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাননি সেই নিয়ে মন্তব্য করেন অভিষেক। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষের সঙ্গে আছে সেটা সবাই দেখতে পাচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular