পশ্চিমবঙ্গে তথা দেশের বহু রাজ্যে ডাক্তারেরা নিরাপদ নন। কারণ এই ব্যবস্থা চললে আগামীদিনে দুর্নীতির বিরুদ্ধে সরব হলে তাঁকে হত্যা করাও হতে পারে। এবার সুপ্রিম শুনানির আগে দোষীদের দ্রুত শাস্তির দাবিকে সরব নয়াদিল্লিতে চিকিৎসক মহল। তাঁদের অভিযোগ, মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে সিবিআইয়ের দ্রুত তদন্ত শেষ করার করেন দাবি চিকিৎসক সুবর্ণ গোস্বামী সহ অন্যান্য চিকিৎসকেরা।
মাঝসমুদ্রে ট্রলার ডুবি নিখোঁজ ৪৯, হেলিকপ্টারে তল্লাশি ডায়মন্ডহারবারে
পাশাপাশি ধৃত টালা থানার ওসি ও সন্দীপ ঘোষের দ্রুত শাস্তির দাবি করেছেন তিনি। কারণ ধর্ষণকে পুলিশ আত্মহত্যার ঘটনা বলে চালিয়েছে। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা চালিয়েছে।কলকাতা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ ব্যর্থ। আরজি কর হাসপাতাল ভাঙচুরের দিন নীরব ও নিষ্ক্রিয় ছিল পুলিশ। এদিন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার রাজধানীর চিকিৎসক মহলের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের এই মর্মান্তিক ঘটনা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়।
আরজি কর কাণ্ডে গভীর চক্রান্তের হদিশ, আদালতে রিমান্ড লেটার দাবি সিবিআইয়ের
গোটা রাজ্যের সংগঠিত দুর্নীতির ফল এই অপরাধ। শুধু বাংলায় নয়, গোটা দেশেই এই অপরাধ চলছে ডাক্তারদের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারীর সঙ্গেও আরজি কর কাণ্ডকে তুলনা করেন তাঁরা। পাশাপাশি তাঁরা বলেন, পশ্চিমবঙ্গে তথা দেশের বহু রাজ্যে ডাক্তারেরা নিরাপদ নন। কারণ এই ব্যবস্থা চললে আগামীদিনে দুর্নীতির বিরুদ্ধে সরব হলে তাঁকে হত্যা করাও হতে পারে। প্রশাসনকে এই বিষয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যারা দুর্নীতির বিরুদ্ধে বিচারের দাবিতে আন্দোলন চালাচ্ছে তাঁদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে।
জুনিয়র ডাক্তারদের বৈঠক প্রসঙ্গে আগ্রাসী মনোভাব ছেড়ে নমনীয় সুর দেবাংশুর গলায়!
এদিকে সোমবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করতে চেয়ে কালিঘাটেক নিজের বাসভবনে আন্দোলনকারীদের ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই মর্মেই মেল পাঠিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। তবে ওই মেলে লাইভ স্ট্রিমিং নিয়ে কোনও উল্লেখ নেই। তবে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে তাঁরা আদৌ যাবেন কিনা তা নিয়ে বৈঠকে বসেছেন আন্দোলনকারীরা। সেই বৈঠকের পরই জানা যাবে পঞ্চমবারের আমন্ত্রনে তাঁরা সাড়া দেবেন কিনা। এদিকে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানির আগে আজকের বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।