কলকাতা: রাজ্য রাজনীতিতে ফের একবার স্বমহিমায় ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দীর্ঘদিনের ‘বনবাস’ কাটিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে তাঁর উপস্থিতি এবং বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠক, সব মিলিয়ে বঙ্গ বিজেপিতে দিলীপ-যুগের প্রত্যাবর্তনের ইঙ্গিত স্পষ্ট। কিন্তু রাজনীতির এই সক্রিয়তার মাঝেই ব্যক্তিগত আক্রমণ ও সোশ্যাল মিডিয়ায় কুৎসার মুখে পড়লেন দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ।
অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইমে নালিশ
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষ এবং তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারকে লক্ষ্য করে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ। রিঙ্কু মজুমদারের দাবি, অনন্যা চট্টোপাধ্যায় এবং ইন্দ্রনীল চক্রবর্তী নামে দুটি সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে তাঁদের বিবাহিত জীবন সম্পর্কে চূড়ান্ত অসত্য ও কুরুচিকর পোস্ট করা হয়েছে। এর ফলে জনসমক্ষে তাঁদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রিঙ্কু মজুমদার ঘোষ।
এই বিষয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, “কারও সঙ্গে অন্যায় হলে সে তো অভিযোগ জানাবেই। দেশে আইন আছে, সেই অনুযায়ী ব্যবস্থা হবে।”
রাজ্য রাজনীতিতে দিলীপের ‘প্রত্যাবর্তন’ Dilip Ghosh wife cyber crime complaint
ভোটের লড়াইয়ে হারের পর গত কয়েকমাস কার্যত কোণঠাসা ছিলেন দিলীপ ঘোষ। দলের কোনও গুরুত্বপূর্ণ বৈঠক বা কর্মসূচিতে তাঁকে বিশেষ দেখা যাচ্ছিল না। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমীকরণ বদলাতে শুরু করেছে।
অমিত শাহের বৈঠক: গত বুধবার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে হাইভোল্টেজ বৈঠকে ডাক পেয়েছিলেন দিলীপ। এমনকি শাহের সঙ্গে মধ্যাহ্নভোজও সারেন তিনি।
সক্রিয়তা: বৃহস্পতিবার দীর্ঘ বিরতির পর বিজেপির রাজ্য দপ্তরে বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিক সম্মেলনে দিলীপ জানান, দল যেভাবে বলবে, সেভাবেই তিনি কাজ করতে প্রস্তুত।
ছাদনাতলা থেকে সাইবার থানা
গত বছরের এপ্রিলে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৬০ বছর বয়সী দিলীপ ঘোষ। তারপর থেকে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হোক বা হিমালয় সফর, বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, দিলীপ ঘোষের রাজনৈতিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গেই তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। সাইবার ক্রাইম শাখা ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
West Bengal: BJP leader Dilip Ghosh marks his political return in West Bengal, but his wife Rinku Mazumdar files a cyber crime complaint over social media defamation. Allegations of malicious posts regarding their marriage emerge as Ghosh rejoins key meetings.
