কলকাতা: প্রাতঃভ্রমণ তাঁর দৈনন্দিন রুটিন হলেও, বৃহস্পতিবার দিলীপ ঘোষকে দেখা গেল একদম আলাদা ছন্দে। হাতে ডুগডুগি নিয়ে দুর্গাপুরের রাস্তায় হাঁটলেন তিনি৷ প্রশ্ন উঠল, কেন হঠাৎ ডুগডুগি? কী বার্তা দিতে চাইলেন দিলীপ?
নতুন রাজ্য সভাপতি শমীক
গত বুধবার রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। রাজ্যের রাজনীতিতে এক সময় ‘দিলীপ ঘোষ’ নামের সমার্থক ছিল শক্তির প্রতীক। তাঁর আমলে বিজেপি রাজ্যে শক্ত অবস্থানে ছিল। কিন্তু গত লোকসভা নির্বাচনের পর দলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। প্রধানমন্ত্রীর বা কেন্দ্রীয় নেতাদের বড় সভায় দেখা মেলেনি তাঁর। সংগঠনের কর্মকাণ্ডেও সরাসরি অংশগ্রহণ কমেছে সদ্য বিবাহিত এই নেতার।
দিলীপের নাম নিয়েও চলছিল জল্পনা dilip ghosh walk with dugdugi
নতুন রাজ্য সভাপতির দায়িত্ব কে নিতে চলেছেন বল যখন প্রশ্ন উঠেছিল, তখন অনেকেই তাঁর নাম নিয়ে জল্পনা করেছিলেন৷ রাজনৈতিক মহলে জোর কানাঘুষো চলছিল, দিলীপ কি আবার নেতৃত্বে ফিরবেন? তবে শেষ পর্যন্ত দেখা গেল এবারও নেই তাঁর নাম।
তবে আজকের ডুগডুগি নিয়ে হাঁটার আড়ালে অনেকটাই আত্মপ্রকাশ করল তাঁর রাজনৈতিক বার্তা। সাংবাদিকদের তিনি জানালেন, “শ্রাবণ মাসে মহাদেবের ডমরু বাজে চারদিকে, সবাইকে জাগানোর জন্য। আমরাও বর্তমান পরিস্থিতি নিয়ে সবাইকে জাগাতে ডুগডুগি হাতে নিয়েছি। আসুন সকলে লড়াই করি।”
রাজনৈতিক মহলে আলোড়ন
দিলীপের এই অভিনব প্রতীকী ভঙ্গি রাজনৈতিক মহলে ইতিমধ্যে আলোড়ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটা বার্তা নয়, নতুন কৌশলও বটে, যা দিয়ে তিনি নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা রক্ষা করছেন এবং দলের নতুন নেতৃত্বের সঙ্গে সুর মিলানোর চেষ্টা করছেন। রাজনীতির মঞ্চে এই ডুগডুগির সুর কোথায় শেষ হবে, সেটাই এখন দেখার বিষয়।