কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের বঙ্গ বিজেপির অন্দরে ফিরল ‘দিলীপ-যুগ’। শুক্রবার সকালে নিউটাউনের ইকো পার্কে চেনা ছন্দে প্রাতঃভ্রমণ সারার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন, দাপট আর সোজাসাপটা মন্তব্যে তিনি আজও দলের সবচেয়ে বড় ‘অ্যাসেট’। এদিন তাঁর লক্ষ্যভেদে উঠে এল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম।
“নির্দিষ্ট একজনের ওপর ভিত্তি করে দল জেতে না”
সাংবাদিকরা যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন, তখন দিলীপ ঘোষ অত্যন্ত স্পষ্টভাবে বলেন, “কোনও দল একজন ব্যক্তির ওপর নির্ভর করে চলতে পারে না।” নাম না করে তিনি বুঝিয়ে দেন যে, পশ্চিমবঙ্গের মতো বিশাল রাজ্যে এককভাবে কারও পক্ষে বাজিমাত করা সম্ভব নয়। তাঁর কথায়, “পার্টি কখনও একজন ব্যক্তির ওপর চলে না। অভিজ্ঞ এবং পরিচিত নেতাদের গুরুত্ব দিতেই হবে। এক বা দুজন মিলে বাংলা জিতিয়ে দেবেন, এটা বাস্তব নয়।” রাজনৈতিক মহলের মতে, নাম না নিলেও তাঁর এই তির সরাসরি শুভেন্দু অধিকারীর দিকেই।
শাহের নির্দেশে ফের ‘ফুল ফর্মে’ মহাগুরু Dilip Ghosh Suvendu Adhikari
দীর্ঘদিন দলের মূল স্রোত থেকে ব্রাত্য থাকার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপে ফের সক্রিয় হয়েছেন দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গে তিনি বলেন, “সংগঠন চালানো আমার কাজ নয়, আমি সাধারণ কর্মীদের লোক। অমিত শাহজি নিজে আমাকে কাজ করতে বলেছেন, তাই আমি আবার মাঠে নেমেছি।” বিজেপিতে তাঁর পরবর্তী ভূমিকা কী হবে, তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানান, দল তাঁকে যে দায়িত্বই দেবে, তিনি তা হাসি মুখে পালন করবেন।
বিজেপির অন্দরে ‘ওল্ড বনাম নিউ’ কোন্দল?
দিলীপের এই মন্তব্য ফের বঙ্গ বিজেপির আদি ও নব্যের লড়াইকে উসকে দিল। বিশেষ করে ‘মন্দির-মসজিদ’ রাজনীতি দিয়ে ভোট জেতা যাবে না বলে তাঁর সাম্প্রতিক মন্তব্য এবং শুভেন্দুর নেতৃত্বের ওপর এই পরোক্ষ আক্রমণ ২০২৬-এর প্রাক্কালে বিজেপি শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
West Bengal: Dilip Ghosh targets Suvendu Adhikari at Eco Park, stating no individual can win West Bengal for BJP alone. Following Amit Shah’s directive, the former state president returns to active politics ahead of the 2026 Assembly polls with bold remarks.
