এবার বন্যা পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র (Dilip Ghosh) আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিগত কয়েকদিনে এক নাগাড়ে নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসির ছাড়া বন্যার জলের ফলে প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চল।
হাওড়ার উদয়নারায়ণপুর, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়েছিল। জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল এর জেরে। দোতালা বাড়ি ভেঙে পরার ঘটনাও ঘটেছে। নৌকা নিয়েই চলছিল যাতায়াত। এর জেরে বাজারে সবজির দামও অস্বাভাবিক হারে বেড়েছে।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে বলেছেন, “এটা ম্যান-মেড বন্যা। ডিভিসি না জানিয়েই জল ছাড়ছে। নিজেদের রাজ্যকে বাঁচানোর জন্য বাংলাকে বিপদে ফেলছে। ডিভিস-র সঙ্গে আর কোনও সম্পর্ক রাখবো না।” এই বিষয়টিতে কেন্দ্রের সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠিও লিখেছিলেন মুখ্যমন্ত্রী।
এই বিষয়ে রাজ্যপাল মন্তব্য করেছিলেন যে, ডিভিসি-র ছাড়া জলে নয়, কংসাবতী বাঁধ থেকে যে জল ছাড়া হয়েছিল, তার জেরেই ভাসছে বাংলা। বন্যার এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিল বিরোধী দল। এইবার সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কে পোস্ট করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তিনি লিখেছেন, ” বিগত ১৩ বছরে, মমতা সরকার বন্যা নিয়ন্ত্রণের জন্য কখনোই কোনও পরিকল্পনা করেনি। ভারী বৃষ্টিপাতের পর বাঁধ থেকে জল ছাড়তে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন। আমরা ডিভিসি চালিত বাঁধ থেকে উৎপন্ন বিদ্যুৎ সারা বছর ব্যবহার করি।”
প্রসঙ্গত, বন্যার কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ২৮ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও, প্রশাসনের তরফ থেকে সকলকে নিরাপদ স্থানে থাকারও বার্তা দেওয়া হয়েছে।