সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শহীদ দিবসের মঞ্চে উপস্থিত থাকলেন বহু চর্চিত দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে ধর্মতলায় নয়, খড়গপুরে । খড়গপুরের গিরি ময়দানে শহীদ স্মরণ সমাবেশে অংশ নিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিয়েছেন বিপুল সংখক জনগনের সামনে বক্তৃতা। চেনা ঢঙে দিলীপ ঘোষের বক্তৃতায় বার বার উঠে এসেছে তার রাজনৈতিক জীবনের গল্প।
তিনি বলেছেন দলের জন্য পতাকা বেঁধে বড় হয়েছি। তিনি যথার্থই বলেছেন। এই বাংলায় বিজেপির সংগঠনে দিলীপের ভূমিকা প্রত্যেকেই স্বীকার করেন। আজকের বক্তৃতায় তিনি আরও বলেছেন যে বিজেপি কে চিনতে কয়েক পুরুষ লাগবে মানুষের। তাবেদার বুদ্ধিজীবি এবং দুর্নীতি গ্রস্থ নেতাদের থেকে দূরে থাকতে বলেছেন তিনি। অবশ্য কারোর নাম করে তিনি কিছুই বলেননি।
তবে বেশ কয়েক মাস ধরে তাকে ঘিরে যে জল্পনা কল্পনা তৈরী হয়েছিল এবং অনেকেই ভেবেসিলেন যে তিনি হয়তো দলে একঘরে হয়ে গিয়ে এবার তৃণমূলে যোগ দেবেন। এই কথা হয়তো তাদের উদ্দেশেই। দিঘার জগন্নাথ ধাম উদ্বোধনে সস্ত্রীক উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে এক ই আসনে বসে করেছিলেন কুশল বিনিময়।
সেখান থেকেই দলের প্রথম সারির নেতৃত্বের তির্যক দৃষ্টিতে পড়েন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে তার সাক্ষাৎকার এবং তার দৃঢ়তা প্রমান করেছে যে তিনি বিজেপির একজন একনিষ্ঠ কর্মী। অন্য রাজনৈতিক দল থেকে আসা কিছু পরিযায়ী বিজেপি নেতা তাকে নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি। কেউ কেউ বলেছেন দিলীপ তৃণমূলে গেলে বিজেপির ভালোই হবে। দল বেঁচে যাবে।
এই ভাষণ হয়তো তাদেরকেই উদ্দেশ্য করে। প্রসঙ্গত দিলীপ ঘোষকে দলের ভিতরেই প্রায় ঘরছাড়া করা হলে তিনি বিজেপির আভ্যন্তরীন দুর্নীতি নিয়েও সরব হয়েছিলেন। তিনি অনেককেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন সবার নাড়ী নক্ষত্র তার জানা।
তাছাড়া তিনি তাবেদার তথাকথিত বুদ্ধিজীবীদের কথাও উল্লেখ করেছেন এবং মানুষকে বুঝিয়ে দিতে চেয়েছেন যে তাবেদার বুদ্ধিজীবীরা সমাজের পক্ষে কতটা ক্ষতিকর। কিছু মানুষ আছেন যারা এই বুদ্ধিজীবীদের আদর্শ মানেন। তাদের কথা তাদের ভাব ভঙ্গি বেদ বাক্যের মত মানেন।
মনিপুরের এই মিডফিল্ডারের দিকে নজর ডায়মন্ড হারবার এফসির
কিন্তু সাধারণ মানুষের জন্য দিলীপের কড়া হুঁশিয়ারি এদের প্রভাবে প্রভাবিত না হওয়া। তাই দিলীপ বলেছেন কিছু মানুষ আছেন যাদের বিজেপিকে বুঝতে অনেক জন্ম লাগতে পারে। তবে দিলীপ যাই বলুন তিনি মনে প্রাণে একজন বিজেপি কর্মী তা বার বার বুঝিয়ে দিয়েছেন দলের পরিযায়ী নেতাদের মত তিনি সুযোগ বুঝে যে দল বদল করবেন না তা তিনি প্রমান করেছেন।