HomeWest BengalPaschim Medinipur: বহিরাগতদের দেখে নেব বলে দিলীপের হুঙ্কার, নিশানায় মদন

Paschim Medinipur: বহিরাগতদের দেখে নেব বলে দিলীপের হুঙ্কার, নিশানায় মদন

- Advertisement -

আমরাও দেখবো কীভাবে বাইরে থেকে লোক এসে ফেরত যায়। নিজের সংসদীয় এলাকা খড়্গপুরে মন্তব্য করলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর পৌরসভায় তাঁর প্রেস্টিজ ফাইট

তিনি বলেন আমি শুনেছি মদন মিত্র বলেছেন বাইরে থেকে লোক নিয়েছে রানিং করিয়ে ভোট করবে, আমি দেখব বাইরে থেকে লোক নিয়েছে কীভাবে তারা ফেরত যায়।

   

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা খরগপুর পৌরসভা নির্বাচনে খড়গপুর শহরে প্রচার করলেন দিলীপ ঘোষ ।

দিলীপ ঘোষ আরও বলেন মানুষ বিধানসভা ভোটের সময় আমাদের সঙ্গে ছিলেন এবং লোকসভা ভোটের সময় আমাদের সঙ্গে ছিলেন আগামী পৌরসভার ভোটে মানুষ আমাদের সঙ্গেই থাকবেন, খড়্গপুরে কোন হিংসা চলবে না।

খড়্গপুরে বিজেপির তীব্র গোষ্ঠী লড়াই চলছে। একপক্ষ সাংসদ দিলীপ ঘোষ অন্যপক্ষ বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। রাজ্যে পুরনিগম ভোটে বিজেপির ভরাডুবি হয়েছে। বামফ্রন্ট উঠে এসেছে দ্বিতীয় স্থানে। এই অবস্থায় খড়্গপুরে বিজেপির গোষ্ঠী লড়াই দলের ক্ষেত্রে বিপদ বলে মনে করছেন জেলা নেতারা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular