বিজেপিতে ‘ব্রাত্য’ দিলীপ কি ’২৬-এর ভোটে লড়বেন? কী বললেন প্রাক্তন রাজ্য সভাপতি?

কলকাতা: এক সময় রাজ্যে বিজেপির দাপুটে নেতা ছিলেন তিনি৷ সামলেছেন রাজ্য বিজেপি’র সভাপতি পদ৷ তবে সাম্প্রতিক সময়ে তাঁর রাজনৈতিক অবস্থানকে ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে।…

Dilip Ghosh political future

কলকাতা: এক সময় রাজ্যে বিজেপির দাপুটে নেতা ছিলেন তিনি৷ সামলেছেন রাজ্য বিজেপি’র সভাপতি পদ৷ তবে সাম্প্রতিক সময়ে তাঁর রাজনৈতিক অবস্থানকে ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, তাঁদের জনসভায় আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ৷ যা দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তবে কি দলের অন্দরেই ব্রাত্য হয়ে গেলেন দিলীপ? ২০২৬ সালের বিধানসভা ভোটে তিনি দলের প্রার্থী তালিকায় থাকবেন কিনা, সেটিও এখন গুরুতর রাজনৈতিক প্রশ্ন।

নিজের অবস্থান স্পষ্ট করলেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ সাংবাদিকদের জানান, “আমরা রাজনীতি করি অনুমানের ভিত্তিতে নয়। আমাদের দলে একটি সুশৃঙ্খল প্রক্রিয়া আছে। প্রার্থী নির্বাচন সংসদীয় কমিটির মাধ্যমে সম্পন্ন হয়। সেই প্রক্রিয়া অনুযায়ীই সব সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি আরও বলেন, অতীতে দল যা দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি৷ ভবিষ্যতেও দল যে দায়িত্ব দেবে, তা সম্পূর্ণ উৎসাহের সঙ্গে পালন করতে প্রস্তুত।

   

খড়্গপুরের প্রতি অটল আস্থা Dilip Ghosh political future

তাঁর নিজস্ব আসন নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, “অবশ্যই খড়্গপুরই আমার আসন। ওখানকার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক আছে। আমি ওখানকার ভোটার এবং সক্রিয় সদস্য। ফলে যদি লড়াই করি, তবে সেখান থেকেই লড়ব।”

পুজোর পর খড়্গপুরে সরাসরি কার্যক্রম বাড়াবেন কি না, সে প্রশ্নে তিনি জানান, আপাতত তাঁর স্থায়ী ঠিকানা নিউটাউন। সেখানে নিয়মিত মানুষ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। খড়্গপুরে আলাদা ঘাঁটি গাড়ার প্রয়োজন নেই বলেও মত তাঁর। কারণ, সেখানকার বিজেপি সংগঠন ইতিমধ্যেই শক্তিশালী এবং এক বছরেরও বেশি সময় ধরে পার্টি সংগঠনকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়েছে।

ভোটে আত্মবিশ্বাস

ভোটে জয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষের বক্তব্য, “জিতব বলেই তো লড়ছি। শুধু খড়্গপুর নয়, জেলার প্রতিটি আসনে জয়ের জন্য আমরা লড়ব।” অর্থাৎ নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি আপাতত চিন্তিত নন। তবে বিজেপির অন্দরেই তাঁর ভূমিকা নিয়ে জল্পনার পারদ ক্রমশ চড়ছে।

Advertisements

প্রধানমন্ত্রীর সভা এড়িয়ে বিতর্কিত মন্তব্য

প্রধানমন্ত্রীর জনসভায় আমন্ত্রণ না থাকায় বেঙ্গালুরুতে ধর্মগুরু রবিশংকরের আশ্রমে যান দিলীপ। সেখান থেকে ফের স্বমহিমায় খোলামেলা ভাষায় নব্য বিজেপিকে বেঁধেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন? ভাল করে দেখুন, সবই দলবদলু—শুভেন্দু অধিকারী, তাপস রায়, অর্জুন সিং, সজল ঘোষ… আর ক’টা নাম বলব! এঁরা কি বিজেপি? এঁদের দেখে মানুষ বিজেপিতে যোগ দেবেন? এঁদের বিরুদ্ধেই তো আমরা লড়াই করেছি। ফলাফল স্বাভাবিকভাবেই হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা কার্যত ফাঁকা থেকেছে।” দিলীপ ঘোষের এই মন্তব্য ও স্পষ্ট অবস্থান রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।

West Bengal: Former West Bengal BJP chief Dilip Ghosh addresses political speculation over his 2026 assembly election prospects and confirms focus on Kharagpur seat amid growing party-level rumors.