সিবিআইকে ‘বোগাস’ বললেন দিলীপ! জানালেন নতুন করে তদন্তের দাবি

কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পার হলেও ন্যায়বিচার মেলেনি, এ অভিযোগ নতুন নয়। নির্যাতিতার…

Dilip Ghosh on RG Kar investigation

কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পার হলেও ন্যায়বিচার মেলেনি, এ অভিযোগ নতুন নয়। নির্যাতিতার বাবা-মা দীর্ঘদিন ধরেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। এবার সেই সুর মিলিয়ে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh on RG Kar investigation)।

অনেক তথ্য উপেক্ষিত

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “যখন এমন জঘন্য অপরাধে সুবিচার মিলবে না, তখন স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট সব পক্ষকে ঘিরে প্রশ্ন উঠবে। আদালতের মাধ্যমে নতুন করে নিরপেক্ষ তদন্ত শুরু হওয়া উচিত। অনেক তথ্য উপেক্ষিত হয়েছে। যারা তদন্ত করেছে, তাদের বাদ দিয়ে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া দরকার।”

   

নবান্ন অভিযান প্রসঙ্গে তিনি আরও জানান, নির্যাতিতার পরিবার এখনও বিচার না পাওয়ায় সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। তাঁর দাবি, শাসকদল ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করছে এবং আন্দোলন দমাতে কড়াকড়ি করছে।

দিলীপ ঘোষ বলেন, “এই আন্দোলন এখন আর কোনও রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা জনআন্দোলনে পরিণত হয়েছে৷’’

Advertisements

ঘটনার পটভূমি

গত বছরের ৮ আগস্ট নাইট শিফটে কাজ করতে গিয়ে আর জি কর হাসপাতালের সেমিনার হল থেকে নিথর দেহ উদ্ধার হয় তরুণী চিকিৎসকের। প্রাথমিক তদন্তে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। কলকাতা পুলিশ গ্রেপ্তার করে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। পরবর্তী সময়ে কলকাতা হাই কোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

তবে সিবিআই সঞ্জয় ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নির্যাতিতার বাবা-মায়ের দাবি, ঘটনায় আরও অনেকের যোগসাজশ আছে, কিন্তু সিবিআই ইচ্ছাকৃতভাবে তা সামনে আনছে না। এই অভিযোগের সুরেই এবার দিলীপ ঘোষও তদন্তকারী সংস্থার বদলের দাবি তুললেন।

বিশ্লেষকদের মতে, বিজেপি নেতার এই ‘বেসুরো’ মন্তব্য রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে, বিশেষত যখন কেন্দ্রীয় সংস্থার কার্যক্রম নিয়ে সমালোচনা বিরোধী শিবির থেকেই সবচেয়ে বেশি শোনা যায়।