‘কেন দেরি হচ্ছে’? আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টের ভূমিকায় সরব দিলীপ ঘোষ

আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আরজি কর কাণ্ডে কেন তারিখ পে তারিখ দেওয়া হচ্ছে তা…

"Dilip Ghosh Responds to Rumors of Joining TMC, Clarifies His Political Path Ahead of 21st July"

আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আরজি কর কাণ্ডে কেন তারিখ পে তারিখ দেওয়া হচ্ছে তা নিয়ে এবার প্রশ্ন তুললেন খোদ বঙ্গ বিজেপির এই হেভিওয়েট নেতা। গতকাল ৫ সেপ্টেম্বর এই মামলায় শুনানি হওয়ার কথা ছিল। তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ না বসায় সেই মামলার শুনানি আপাতত পিছিয়ে যায়। তবে এবার এই ঘটনায় গর্জে উঠলেন দিলীপ ঘোষ।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ধর্ষণ-হত্যা মামলায় সুপ্রিম কোর্টে শুনানি প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “৫ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা ছিল, কেন দেরি করা হচ্ছে? গোটা দেশের চোখ এদিকে, এটা একটা বড় ঘটনা। আদালত হোক বা সিবিআই, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। এ জন্য মানুষ আন্দোলন করছে। তারা আদালতের ওপর আস্থা রাখে, তাই সেভাবেই দেখা উচিত।”

   

তিনি আরও বলেন, ‘এই ঘটনা ঘটিয়েছে এমন বেশ কয়েকজন আছে যারা দীর্ঘদিন ধরে ঘটে যাওয়া অনিয়মের সঙ্গে তারা জড়িত। একটা গোটা গ্যাং আছে, সেটা ফাঁস করে দিতে হবে।’ এদিকে নীরব থাকার জন্য মৃত চিকিৎসকের পরিবারের টাকার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, “এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল। অপরাধ ঘটলে মানুষকে চুপ করিয়ে দিন। এটা সরকারের নীতিতে পরিণত হয়েছে। সরকার নির্যাতিতার বাবা-মাকে চুপ করিয়ে দিতে চেয়েছিল। এটা ভাল যে তারা এটা গ্রহণ করেনি, পুরো সমাজ তাদের সঙ্গে আছে। তারা ন্যায়বিচার চায়, টাকা নয়।”

Advertisements

মামলার শুনানি পিছিয়ে দেওয়া প্রসঙ্গে আন্দোলনরত চিকিৎসকরা বলছেন,”সুপ্রিম কোর্ট শুনানি পিছিয়ে দেওয়াটা হতাশাজনক। কিন্তু এতে আমাদের আন্দোলনে কোনো প্রভাব পড়বে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকব। বিচার বিভাগের ওপর আস্থা রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।” আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছে।