কলকাতা: বঙ্গ রাজনীতির ‘ময়দানে’ ফের চেনা মেজাজে ফিরছেন দিলীপ ঘোষ। জল্পনা ও মান-অভিমানের প্রাচীর ভেঙে ফের ফ্রন্টফুটে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সল্টলেকের দলীয় কার্যালয়ে বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের রণকৌশল স্পষ্ট করলেন তিনি। শমীক ভট্টাচার্যের “দিলীপ ঘোষকে মাঠ জুড়ে খেলানো হবে” মন্তব্যের জবাবেও দিলেন স্বভাবসিদ্ধ কড়া উত্তর।
অমিত শাহের নির্দেশ ও নতুন দায়িত্ব
বিগত বেশ কয়েক মাস ধরে বিজেপির কোনও সভা-সমিতি বা দলীয় অনুষ্ঠানে প্রায় ব্রাত্যই ছিলেন দিলীপ ঘোষ। তবে দিল্লির শাহী বৈঠকের পর ছবিটা দ্রুত বদলেছে। এদিন দিলীপবাবু বলেন, “অমিত শাহ বলেছেন, পুরোপুরি কাজে লাগতে হবে।” তিনি আরও জানান, দলের অনেক নতুন কমিটি তৈরি হয়েছে যেগুলি সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন না। আজ শমীক ভট্টাচার্যের সঙ্গে বসে সেই সাংগঠনিক বিষয়গুলিই বুঝে নিয়েছেন তিনি।
দুর্গাপুরের সভা দিয়ে ‘সেকেন্ড ইনিংস’ Dilip Ghosh in press conference
শুধুমাত্র দলীয় দপ্তরে বৈঠক নয়, দিলীপ ঘোষ যে এবার ফের রাজপথে নামছেন তার ইঙ্গিতও মিলেছে। আগামী জানুয়ারিতেই দুর্গাপুরে শমীক ভট্টাচার্যের একটি জনসভা করার কথা রয়েছে। সেই সভাতেই বর্তমান সভাপতির সঙ্গে এক মঞ্চে দেখা যাবে প্রাক্তন সভাপতিকে। মাঠ জুড়ে খেলার প্রসঙ্গে তাঁর মন্তব্য, “দল যেভাবে কাজে লাগাবে সেভাবেই কাজ করব। ভোটে লড়তে বললে লড়ব, সভা করতে বললে সভা করব।”
আদি-নব্য দ্বন্দ্ব ও ‘মমতা’ মডেল
বিজেপির চিরকালীন ‘আদি বনাম নব্য’ দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে তা অত্যন্ত কৌশলে এড়িয়ে যান মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। নতুন নেতাদের আগমন নিয়ে খোঁচা দিয়ে তিনি বলেন, “ভোটের আগে নতুন নেতাদের আনাগোনা বাড়েই। তাঁদের সব নতুন করে বোঝাতে হয়।” তবে “নব্য নেতারা কি আপনাকে বুঝতে পারেনি?”— এই তীক্ষ্ণ প্রশ্নের উত্তরে তাঁর চেনা মেজাজে জবাব, “দল বুঝলেই হল। আর কে বুঝবে, আমার জানার দরকার নেই। কাউকে বোঝানো আমার কাজ নয়।”
আগামী দিনে বিজেপির লড়াইয়ের পথ বোঝাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ টানেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কত বছর লড়াই করে জিতেছেন। এবার বিজেপির লড়াই হবে অন্য আঙ্গিকে।” রাজনৈতিক মহলের মতে, অভিজ্ঞ এই সেনাপতিকে ময়দানে ফিরিয়ে বিজেপি আসলে বুথ স্তরের কর্মীদের এই বার্তাই দিতে চাইল যে, লড়াই এবার সমানে-সমানে হবে।
West Bengal: Dilip Ghosh returns to full action in Bengal BJP! Following Amit Shah’s directive, the former state president met Samik Bhattacharya to discuss new roles and the upcoming Durgapur rally. Get the latest on BJP’s 2026 election strategy here.
