দমদমে প্রধানমন্ত্রীর সভায় যাবেন দিলীপ? কী বললেন BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি?

Dilip Ghosh Calls TMC's Leadership 'Goonda Raj' Amid Growing Tensions
Dilip Ghosh Calls TMC's Leadership 'Goonda Raj' Amid Growing Tensions

নয়াদিল্লি: ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা তালিকা থেকে বাদ পড়লেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার দমদমে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু সেই সভার আমন্ত্রণ তালিকায় নেই দিলীপ ঘোষের নাম।

একঘরে দিলীপ?

এর ফলে রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে- বিজেপির রাজ্য রাজনীতিতে কি ক্রমশ একঘরে করে দেওয়া হচ্ছে দিলীপ ঘোষকে? কারণ, পরপর তিনবার প্রধানমন্ত্রীর সভায় ডাক পাননি তিনি। এর আগে গত ১৮ জুলাই দুর্গাপুরের সভাতেও আনুষ্ঠানিকভাবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। যদিও স্থানীয় কর্মীরা ডেকেছিলেন, তবুও অভিমানবশত তিনি সেই সভায় উপস্থিত হননি।

   

সাংগঠনিক দিক থেকে কার্যত একা দিলীপ Dilip Ghosh excluded from Modi event

দলীয় মহলের একাংশের দাবি, দুর্গাপুর সভায় তাঁকে যেতে বারণ করেছিলেন রাজ্য নেতৃত্বই। লোকসভা নির্বাচনের সময়ও দিলীপ ঘোষকে নিজের জেতা আসন থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয়। কিন্তু সেখানেও তাঁকে পরাজয়ের মুখ দেখতে হয়। তার পর থেকেই সাংগঠনিক দিক থেকেও কার্যত একা হয়ে পড়েছেন তিনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাংসদ পদ হারানোর পরই দিলীপ ঘোষের ধস শুরু। বিধায়কের পদও হাতছাড়া হয়, সভাপতির পদও যায়। একে একে সমস্ত দায়িত্ব হারিয়ে তিনি এখন কার্যত একঘরে। আর সেই অবস্থারই প্রতিফলন দেখা যাচ্ছে মোদির জনসভা থেকেও তাঁর অনুপস্থিতিতে।

 West Bengal: BJP’s former West Bengal President, Dilip Ghosh, has been excluded from PM Narendra Modi’s public meeting in Dumdum, sparking speculation about his isolation within the party. This marks the third time he has been left out of a PM’s event.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন