‘অশান্তি আরও বাড়বে’,পঞ্চায়েত ভোট প্রসঙ্গে হুঁশিয়ারি দিলীপের

BJP Leader Dilip Ghosh Accuses Unfair Treatment over Alleged Vote Stealing

ভোটের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তির খবর আসছে। বিরোধীদের দাবি, তাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল।

Advertisements

এর মাঝে সোমবার থেকে অশান্তি আরও বাড়বে বলে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পঞ্চায়েত নির্বাচনের আগে গেরুয়া শিবির রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা করছে পালটা খোঁচা তৃণমূলের।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এখনও পর্যন্ত মনোনয়নপত্র জমা পুরোদমে শুরু হয়নি। যেটুকু হয়েছে বিজেপি করেছে। অর্ধেকের বেশি আসনে। তবে সোমবার থেকে ব্যাপক গণ্ডগোল হবে। পুলিশের ক্ষমতা নেই আটকানোর। চটি পড়া লাঠি হাতে সিভিকরা আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ব্যাপক গণ্ডগোল হোক, সেই ফাঁকে তাঁরা জিতে নেবেন।”

Advertisements

উল্লেখ্য, মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ, কাটোয়া, আসানসোল-সহ একাধিক জায়গায় অশান্তির ছবি ধরা পড়েছে। ডোমকলে তৃণমূল নেতার কাছ থেকে আগ্নেয়াস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।

আবার, ভাঙড়ে আক্রান্ত হন সরকারি আধিকারিকও। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি কটাক্ষ করে বলেন, “এমনিতেই রোজ মারামারি হয়। প্রতিদিন বোম পড়ে। ওখানেও তাই হয়েছে। জেলায় যে কটা নেতা রয়েছে তারা সব সমাজবিরোধী।”