Dilip Ghosh: ‘মানুষ সঙ্গে আছেন’, চা চক্রে ঝামেলার পর বার্তা দিলীপের

লোকসভা ভোটের মুখে দুই প্রার্থীর মধ্যে বাঁক বিতণ্ডা লেগেই রয়েছে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। বর্ধমান দুর্গাপুরে বিজেপির এবার প্রার্থী করেছে…

Dilip Ghosh Celebrates Birthday at Eco Park, Just a Day After His Wedding

লোকসভা ভোটের মুখে দুই প্রার্থীর মধ্যে বাঁক বিতণ্ডা লেগেই রয়েছে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। বর্ধমান দুর্গাপুরে বিজেপির এবার প্রার্থী করেছে বহুদিনের পুরোনো কর্মী দিলীপ ঘোষকে। অন্যদিকে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। দুদিন আগেও দুজনের বিরোধ সামনে এসেছে। নির্বাচনী এলাকায় দাঁড়িয়ে ফের কীর্তিকে তোপ বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)।

Advertisements

আজ সকালে নিজের নির্বাচনী এলাকায় দিলীপ ঘোষের চা চক্রে আচমকা গোলমাল বাঁধে। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘বর্ধমানের মানুষ বলছে আমি জিতব। কিছু মহিলাকে আমাদের চা চক্রে পাঠিয়েছিল গণ্ডগোল করার জন্য। আমাদের মহিলা কর্মীরা তাদের আটকেছেন। বাইরের লোকেরা এসে শ্লোগান দিতে শুরু করে। তাই একটু গোলমাল হয়।’

   

ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে। দিলীপ ঘোষ বলেন, ‘কীর্তি আজাদ এই ঘটনার জেরে কোনও মন্তব্য করতে রাজি হননি। এই নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি কীর্তি আজাদের উদ্দেশ্যে বলেন, রাজনীতি কী জিনিস সেটা তিনি জানেন না। এই যে মারামারি ধস্তাধস্তির রাজনীতি উনি আগে দেখেননি তাই তিনি বুঝতে পারছেন না। মানুষ আমাদের সঙ্গে আছেন।’

গতবারের নির্বাচনী এলাকা থেকে এবারের নির্বাচনে দিলীপ ঘোষকে প্রার্থী করেনি বঙ্গ বিজেপি। বর্ধমান দুর্গাপুরে টিকিট পেয়ে ভোটের আসরে জোরকদমে নেমে পড়েছেন দিলীপ ঘোষ। স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে এক আগে ক্রিকেট খেলে দিলীপ বলেন কোন পিচে কেমন খেলা খেলতে হয় সেটা তিনি ভালোই জানেন। সাধারণ মানুষ এলাকায় সামগ্রিক উন্নয়ন চায়। ভোটবাক্সে তারা এবার নিজেদের সংসদ হিসেবে কাকে বেছে নেয় সেটাই এখন দেখার।