একই মঞ্চে জুনের পাশে লাজুক দিলীপ, TMC-BJP সমর্থকরা আপ্লুত

নজিরবিহীন ঘটনা ঘটল মেদিনীপুরে। রবিবার মেদিনীপুর স্টেশনের ওভারব্রিজের উদ্বোধন করতে দেখা গেল বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক জুন মালিয়াকে।

Advertisements

এদিন ব্রিজ উদ্বোধনের সময়ে বিজেপি কর্মীরা তোলেন জয় শ্রী রাম ধ্বনি, অন্যদিকে তৃণমূলের কর্মী সমর্থকেরা জয় বাংলা স্লোগান তোলেন। এদিন দুজনকেই বেশ খোশমেজাজে দেখা গেল। রাজনৈতিক বিবাদ সরিয়ে ব্রিজ উদ্বোধন করে দুই হেভিওয়েট। এরপর দুজনেই একে ওপরের মধ্যে সৌজন্য বার্তা বিনিময় করেন। 

Advertisements

উল্লেখ্য, ২১-এর বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী জুন মালিয়া ৫০.৭২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শমিত দাসকে হারান এই অভিনেত্রী। একুশের ভোটে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সংসদীয় এলাকা থেকে তৃণমূলকে জিতিয়ে আনেন জুন।