শাহী নির্দেশের পরই ‘ফ্রন্ট ফুটে’ দিলীপ, আজ সল্টলেকে শমীকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক

কলকাতা: দীর্ঘ কয়েক মাসের জল্পনা আর রাজনৈতিক ‘বনবাস’ কাটিয়ে ফের বঙ্গ বিজেপির মূল স্রোতে সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরের ২৪…

Dilip Ghosh’s Bengal Campaign: 16 Meetings Scheduled Between January 6 and 20

কলকাতা: দীর্ঘ কয়েক মাসের জল্পনা আর রাজনৈতিক ‘বনবাস’ কাটিয়ে ফের বঙ্গ বিজেপির মূল স্রোতে সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্য রাজনীতিতে তুঙ্গে উঠেছে তাঁর সক্রিয়তার জল্পনা। বৃহস্পতিবার সল্টলেকের দলীয় কার্যালয়ে বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisements

শাহের গ্রিন সিগন্যাল: ‘তৈরি থাকুন’

সূত্রের খবর, বুধবার কলকাতায় অমিত শাহের সঙ্গে দিলীপ ঘোষের আলাদাভাবে দীর্ঘক্ষণ কথা হয়েছে। সেই বৈঠকেই শাহ তাঁকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, “তৈরি থাকুন, কাজ করতে হবে।” উল্লেখ্য, গত মে মাস থেকে শুরু করে প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার সফর— বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আমন্ত্রণ পাননি মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। দিলীপবাবু নিজেও আক্ষেপের সুরে বলেছিলেন, “পদাধিকারী নই, তাই ডাক পাইনি।” কিন্তু বিধানসভা নির্বাচনের আগে দলের অভিজ্ঞ সেনাপতিকে আর বসিয়ে রাখতে চাইছে না দিল্লি।

   

সল্টলেকে শমীক-দিলীপ বৈঠক Dilip Ghosh active in Bengal BJP

অমিত শাহের বার্তার পর বৃহস্পতিবার সল্টলেকের পার্টি অফিসে পা রাখছেন দিলীপ ঘোষ। জানা গিয়েছে, সেখানে প্রায় তিন ঘণ্টা সময় কাটাবেন তিনি এবং বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাংগঠনিক রণকৌশল নিয়ে বৈঠক করবেন। শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরই জানিয়েছিলেন যে, দিলীপ ঘোষের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই বিজেপি লড়াই করবে। আজকের এই বৈঠক সেই বার্তারই বাস্তব রূপ বলে মনে করা হচ্ছে।

তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত

বিজেপির অন্দরে একটা বড় অংশ মনে করছে, দিলীপ ঘোষের সক্রিয় হওয়া মানেই বুথ স্তরের কর্মীদের মনোবল চাঙ্গা হওয়া। সামনেই গুরুত্বপূর্ণ ভোট, আর তার আগে দিলীপ ঘোষকে ফ্রন্টলাইনে ফিরিয়ে আনা সুপরিকল্পিত চাল বলেই মত বিশেষজ্ঞদের। দলের অন্দরের মান-অভিমান এবং দূরত্বের প্রাচীর ভেঙে অমিত শাহ যেভাবে দিলীপকে ‘অ্যাকশন’ মুডে ফেরার নির্দেশ দিয়েছেন, তাতে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি নতুন মাত্রা পেতে চলেছে।

West Bengal: Dilip Ghosh returns to active politics in West Bengal! Following a crucial directive from Amit Shah to “stay ready,” the former BJP chief meets state president Shamik Bhattacharya in Salt Lake to strategize for the upcoming 2026 elections.

Advertisements