লোকসভা ভোটের মুখে সরগরম দেশের রাজনীতি। গরমের আঁচ বাংলাতেও। এবার বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বঙ্গ বিজেপি। ভোটের টিকিট পাওয়ার পর থেকে প্রচারের আসরে জোরকদমে নেমে পড়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে প্রতিদিনই নিজের নির্বাচনী এলাকা থেকে তৃণমূলের উদ্দেশ্যে কথার বোমা ছুঁড়ছেন এই বিজেপি নেতা।
নির্বাচন কমিশনে তৃণমূলের অভিযোগ এবং তারপর বাংলার রাজ্যপালের সঙ্গে তৃণমূলের শীর্ষনেতাদের সাক্ষাৎ নিয়ে এবার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ, ‘যাদেরকে বেশি গালাগাল দেয় তৃণমূল তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল! এখন সকাল বিকেল নির্বাচন কমিশনে যেতে হচ্ছে। রাজ্যপালের বাড়িতে নাকি বিজেপির অফিস, সকাল বিকেল রাজ্যপালের কাছে যেতে হচ্ছে। রাস্তায় নেই, মাঠে নেই, রাজ্যপালের অফিস নয় তৃণমূলের অফিস।’
কিছুদিন আগে সন্দেশখালিতে শসকদলের নেতাদের ওপর গর্জে উঠেছিল স্থানীয় মহিলারা। পশ্চিবঙ্গের একাধিক মহিলা অত্যাচারের শিকার হয়েছেন বলেই মত বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি বাংলার মহিলাদের ওপর অত্যাচার চালিয়েছেন এমনটাই মন্তব্য করলের তিনি। দিলীপ ঘোষের কথায়, আপনি মহিলা হয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের ওপর যে অসম্মান অত্যাচার করেছেন, ভারতবর্ষের কোনও প্রধানমন্ত্রী বাঁ মুখ্যমন্ত্রী এরকম কখনও করেননি।
অন্যদিকে বর্ধমান বারাকপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কীর্তি আজাদকে। টিকিট পাওয়ার পরই তিনি দিলীপ ঘোষকে আক্রমণ করে বলেছিলেন, মমতার টিম দিলীপ ঘোষকে ভোটে হারিয়ে বাড়ি পাঠাবে। দিলীপ ঘোষও নানা সময় আক্রমণ করেছেন তৃণমূলের প্রার্থীকে। বর্ধমান দুর্গাপুরের মানুষ এবার লোকসভা নির্বাচনে ভোরবাক্সে কাকে বেছে নেবে সেটাই এখন দেখার!