“সব নেতা সব জায়গায় যান না”, মোদীর সভায় ডাক না পেয়েও মেজাজি দিলীপ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজ্য রাজনীতিতে তাঁর ‘প্রাসঙ্গিকতা’ নিয়ে জল্পনা তুঙ্গে। ‘অভিমান’ ভুলে ফের স্বমেজাজে ফিরতে শুরু করেছেন তিনি। কিন্তু বঙ্গ বিজেপির সেই…

Dilip Ghosh absent from PM Modi rallies

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজ্য রাজনীতিতে তাঁর ‘প্রাসঙ্গিকতা’ নিয়ে জল্পনা তুঙ্গে। ‘অভিমান’ ভুলে ফের স্বমেজাজে ফিরতে শুরু করেছেন তিনি। কিন্তু বঙ্গ বিজেপির সেই ‘পুরনো চাল’ দিলীপ ঘোষ কি আজও দলের অন্দরে ব্রাত্য? শনিবার মালদহ এবং রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোড়া কর্মসূচি ঘিরে এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ, প্রধানমন্ত্রীর মঞ্চে এবারও ব্রাত্যই রয়ে গেলেন দিলীপ ঘোষ।

Advertisements

‘সব নেতা সব জায়গায় যান না’

শনিবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়ায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই উত্তর দিয়েছেন দিলীপ। প্রধানমন্ত্রীর সভায় ডাক না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “সব নেতা সব জায়গায় যান না। সেটা পার্টিই ঠিক করে দেয়। যাকে যেখানে যেতে বলা হয়, সে সেখানেই যায়।” সিঙ্গুরের সভায় যাওয়া নিয়ে ধোঁয়াশা বজায় রেখে তিনি জানান, এখনও এ বিষয়ে কিছু জানেন না। তবে প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “সরকারি কাজের পাশাপাশি মানুষের জন্য বিজেপি যে সবসময় আছে, সেই বার্তা দিতেই প্রধানমন্ত্রী বাংলায় আসছেন।”

   

সক্রিয় হয়েও কেন ব্রাত্য? Dilip Ghosh absent from PM Modi rallies

লোকসভা নির্বাচনে হারের পর থেকেই দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থান নিয়ে দলের অন্দরে টানাপোড়েন চলছিল। সম্প্রতি দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর থেকে তাঁর ‘রাজনৈতিক শীতঘুম’ ভাঙতে শুরু করে। একের পর এক ঝাঁঝালো মন্তব্য এবং সোজাসাপটা চালে ফের শিরোনামে উঠে আসেন তিনি। দিলীপ-অনুগামীরা আশা করেছিলেন, প্রধানমন্ত্রীর বাংলার এই মেগা ইভেন্টে অন্তত মঞ্চে দেখা যাবে তাঁদের প্রিয় দাদাকে। কিন্তু শেষ পর্যন্ত ডাক না পাওয়ায় হতাশ শিবিরের একাংশ।

বঙ্গ বিজেপির সমীকরণ

রাজনৈতিক মহলের মতে, দিলীপ ঘোষ নিজে মুখে নিজেকে কেবল ‘কর্মী’ হিসেবে দাবি করলেও, তাঁর প্রভাব অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে সিঙ্গুর বা মালদহের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যখন প্রধানমন্ত্রী সভা করছেন, তখন প্রাক্তন রাজ্য সভাপতির অনুপস্থিতি দলের অন্দরের ফাটলকেই কি সামনে আনছে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতির অন্দরে।

West Bengal: After meeting Amit Shah, speculation grows over Dilip Ghosh’s role in Bengal BJP as he remains absent from PM Modi’s Malda and Singur rallies. His exclusion from the stage has reignited questions about internal equations within the party.

Advertisements